আবু বকর ছিদ্দিক, চট্টগ্রাম
১৩৪ বছরের ইতিহাসে সর্বোচ্চ কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড গড়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। চলতি বছরের ২৬ ডিসেম্বর পর্যন্ত ৩১ লাখ ৬৯ হাজার টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং করে বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দরের পরিবহন বিভাগের পরিচালক এনামুল করিম। আন্তর্জাতিক ম্যাগাজিন লয়েডস লিস্টে বর্তমানে চট্টগ্রাম বন্দর ৬৭তম অবস্থানে রয়েছে।
চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক জানান, চট্টগ্রাম বন্দরের প্রধান ৩টি কাজ হলো কার্গো হ্যান্ডলিং, কনটেইনার হ্যান্ডলিং ও জাহাজ হ্যান্ডলিং। তিনটি কাজই এ বছর সুন্দর ও সফলভাবে এগিয়ে যাচ্ছে। এ ছাড়া চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা টার্মিনাল, বে টার্মিনাল ও মহেশখালী গভীর সমুদ্রবন্দরের কাজ এ বছরই দৃশ্যমান হয়েছে।
বন্দর সচিব আরও জানান, করোনার কারণে বিশ্বব্যাপী আমদানি-রপ্তানিতে বিপর্যয় ঘটে। সিঙ্গাপুর, কলম্বো, পোর্ট কেলাংসহ ট্রান্সশিপমেন্ট বন্দরগুলোয় সীমাহীন কনটেইনার ও জাহাজজট সৃষ্টি হয়। সে তুলনায় প্রাকৃতিক দুর্যোগ, বিভিন্ন সংগঠনের ধর্মঘট, ঈদের টানা ছুটিতেও চট্টগ্রাম বন্দরে কনটেইনারজট হয়নি। বন্দরের বহির্নোঙরে পৌঁছার দু-এক দিনের মধ্যে জেটিতে বার্থিং পেয়েছে জাহাজগুলো। ফলে বছরজুড়ে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম গতিশীল ছিল।
দেশের মোট আমদানি-রপ্তানি বাণিজ্যের ৯২ শতাংশ সম্পন্ন হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। বন্দরে মোট ১৮টি জেটি রয়েছে। চট্টগ্রাম বন্দরের মূল জেটির বাইরে চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থানে অবস্থিত ১৯টি বেসরকারি ডিপোতে ৩৭ ধরনের পণ্যের আমদানি-রপ্তানি পণ্য খালাস ও বোঝাই হয়। এ ছাড়া নারায়ণগঞ্জের পানগাঁও কনটেইনার টার্মিনাল এবং ঢাকার মতিঝিল কমলাপুর ইনল্যান্ড কনটেইনার ডিপোতেও কনটেইনার হ্যান্ডলিং করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম আজকের পত্রিকা বলেন, ‘আমাদের চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে হবে। কনটেইনার হ্যান্ডলিংয়ের পরিমাণ ৬০ লাখে পৌঁছাতে হবে। আমাদের আমদানি-রপ্তানি বাড়াতে আরও নতুন নতুন জেটি বানাতে হবে। দ্রুত বে টার্মিনাল বাস্তবায়ন করা দরকার।’
বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ছৈয়দ মোহাম্মদ আরিফ জানান, চট্টগ্রাম বন্দর থেকে এফসিএল, এলসিএল পণ্যবাহী কনটেইনারগুলো আরও বেসরকারি ডিপোর মাধ্যমে খালাস করতে পারলে আমদানি-রপ্তানি বেড়ে চট্টগ্রামের সক্ষমতা বেড়ে যাবে।
চট্টগ্রাম কাস্টমস সূত্র জানায়, ২০২১ সালের ২৫ ডিসেম্বর পর্যন্ত চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি-রপ্তানির ৫২ কোটি ১৪ লাখ ৫ হাজার ৫১ মে. টন পণ্য খালাস করা হয়। যার মূল্য ২ লাখ ৭৫ হাজার ৯৩৪ দশমিক ২৩ কোটি টাকা।
সালতামামির অন্যান্য আয়োজন:
১৩৪ বছরের ইতিহাসে সর্বোচ্চ কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড গড়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। চলতি বছরের ২৬ ডিসেম্বর পর্যন্ত ৩১ লাখ ৬৯ হাজার টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং করে বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দরের পরিবহন বিভাগের পরিচালক এনামুল করিম। আন্তর্জাতিক ম্যাগাজিন লয়েডস লিস্টে বর্তমানে চট্টগ্রাম বন্দর ৬৭তম অবস্থানে রয়েছে।
চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক জানান, চট্টগ্রাম বন্দরের প্রধান ৩টি কাজ হলো কার্গো হ্যান্ডলিং, কনটেইনার হ্যান্ডলিং ও জাহাজ হ্যান্ডলিং। তিনটি কাজই এ বছর সুন্দর ও সফলভাবে এগিয়ে যাচ্ছে। এ ছাড়া চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা টার্মিনাল, বে টার্মিনাল ও মহেশখালী গভীর সমুদ্রবন্দরের কাজ এ বছরই দৃশ্যমান হয়েছে।
বন্দর সচিব আরও জানান, করোনার কারণে বিশ্বব্যাপী আমদানি-রপ্তানিতে বিপর্যয় ঘটে। সিঙ্গাপুর, কলম্বো, পোর্ট কেলাংসহ ট্রান্সশিপমেন্ট বন্দরগুলোয় সীমাহীন কনটেইনার ও জাহাজজট সৃষ্টি হয়। সে তুলনায় প্রাকৃতিক দুর্যোগ, বিভিন্ন সংগঠনের ধর্মঘট, ঈদের টানা ছুটিতেও চট্টগ্রাম বন্দরে কনটেইনারজট হয়নি। বন্দরের বহির্নোঙরে পৌঁছার দু-এক দিনের মধ্যে জেটিতে বার্থিং পেয়েছে জাহাজগুলো। ফলে বছরজুড়ে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম গতিশীল ছিল।
দেশের মোট আমদানি-রপ্তানি বাণিজ্যের ৯২ শতাংশ সম্পন্ন হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। বন্দরে মোট ১৮টি জেটি রয়েছে। চট্টগ্রাম বন্দরের মূল জেটির বাইরে চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থানে অবস্থিত ১৯টি বেসরকারি ডিপোতে ৩৭ ধরনের পণ্যের আমদানি-রপ্তানি পণ্য খালাস ও বোঝাই হয়। এ ছাড়া নারায়ণগঞ্জের পানগাঁও কনটেইনার টার্মিনাল এবং ঢাকার মতিঝিল কমলাপুর ইনল্যান্ড কনটেইনার ডিপোতেও কনটেইনার হ্যান্ডলিং করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম আজকের পত্রিকা বলেন, ‘আমাদের চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে হবে। কনটেইনার হ্যান্ডলিংয়ের পরিমাণ ৬০ লাখে পৌঁছাতে হবে। আমাদের আমদানি-রপ্তানি বাড়াতে আরও নতুন নতুন জেটি বানাতে হবে। দ্রুত বে টার্মিনাল বাস্তবায়ন করা দরকার।’
বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ছৈয়দ মোহাম্মদ আরিফ জানান, চট্টগ্রাম বন্দর থেকে এফসিএল, এলসিএল পণ্যবাহী কনটেইনারগুলো আরও বেসরকারি ডিপোর মাধ্যমে খালাস করতে পারলে আমদানি-রপ্তানি বেড়ে চট্টগ্রামের সক্ষমতা বেড়ে যাবে।
চট্টগ্রাম কাস্টমস সূত্র জানায়, ২০২১ সালের ২৫ ডিসেম্বর পর্যন্ত চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি-রপ্তানির ৫২ কোটি ১৪ লাখ ৫ হাজার ৫১ মে. টন পণ্য খালাস করা হয়। যার মূল্য ২ লাখ ৭৫ হাজার ৯৩৪ দশমিক ২৩ কোটি টাকা।
সালতামামির অন্যান্য আয়োজন:
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৮ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৮ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৮ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫