ঋণের কিস্তি নিয়ে অপমান, গৃহবধূর আত্মহত্যা
প্রতি মাসে সমিতির কর্মীরা মিজানুলের বাসায় এসে ২৭ হাজার টাকা নিয়ে যেতেন। আজ সকালেও সমিতির কর্মীরা বাসায় টাকার জন্য আসেন। কিন্তু ডলির বাবা কিস্তির টাকা জোগাড় করতে পারেননি। এই নিয়ে সমিতির কর্মী ডলি ও তাঁর সঙ্গে রাগারাগি করেন। আজকেই ২০ হাজার টাকা দিতে হবে, না দিলে মামলা করবে বলেও হুমকি দেন এবং অপমানসূচক