Ajker Patrika

ব্ল্যাকমেলের শিকার হয়ে আত্মহত্যা করেন এমসি কলেজের ছাত্রী স্মৃতি

সিলেট প্রতিনিধি
ব্ল্যাকমেলের শিকার হয়ে আত্মহত্যা করেন এমসি কলেজের ছাত্রী স্মৃতি

গত ২৫ মে আত্মহত্যা করেন সিলেট এমসি কলেজের ছাত্রী স্মৃতি রানী দাস। এ ঘটনায় গত বুধবার শ্যামল দাস নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। তাঁকে গ্রেপ্তারের পরই স্মৃতি রানী দাসের আত্মহত্যার রহস্য উদ্‌ঘাটিত হয়। গতকাল বৃহস্পতিবার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন শ্যামল। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। 

পুলিশ জানিয়েছে, ব্ল্যাকমেলের শিকার হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন স্মৃতি রানী দাস। 

পুলিশ সূত্রে জানা যায়, স্মৃতি রানী দাসের বাবার করা মামলায় গ্রেপ্তার যুবক শ্যামল দাস (২১) হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মশাকলি গ্রামের সুধাংশু দাসের ছেলে। গত বুধবার নগরীর জালালাবাদ আবাসিক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে শাহপরান থানা-পুলিশ। এরপর বৃহস্পতিবার তাঁকে সিলেট মহানগর ম্যাজিস্ট্রেট ১ম আদালতে হাজির করা হয়। সেখানে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। পরে তাঁকে কারাগারে পাঠান আদালত।

নগরীর শাহপরান (রহ.) থানার ওসি সৈয়দ আনিসুর রহমান বলেন, ‘স্মৃতি রানী দাসের মেসেঞ্জার হ্যাক করেছিলেন শ্যামল দাস। এর মাধ্যমে স্মৃতির ব্যক্তিগত ছবি পেয়ে যান তিনি। এরপর থেকেই স্মৃতিকে ব্ল্যাকমেল করতেন শ্যামল দাস।’

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার বিএম আশরাফ উল্যাহ তাহের বলেন, ‘ঘটনার পর স্মৃতির মোবাইল ফোন জব্দ করা হয়েছিল। ফোন থেকে পাওয়া তথ্য নিয়ে কাজ শুরু করে পুলিশ। এরপর গত বুধবার শ্যামল দাসকে গ্রেপ্তার করা হয়। তিনি পুলিশের কাছে স্বীকার করেন, স্মৃতি রানী দাসকে তিনি কল দিতেন, উত্ত্যক্ত করতেন। ওই ছাত্রীর কোনো একটি ‘ডকুমেন্ট’ পেয়ে সেটি দিয়ে ব্ল্যাকমেল করতেন শ্যামল দাস। স্মৃতির কাছে টাকাও চাইতেন তিনি। বিকাশে টাকাও নিয়েছিলেন।’

প্রসঙ্গত, গত ২৫ মে এমসি কলেজের নতুন ছাত্রী হোস্টেলের চারতলার ৪০৩ নং কক্ষ থেকে স্মৃতি রানী দাসের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি হোস্টেলের তৃতীয় তলায় ৩০৭ নং কক্ষে থাকতেন। স্মৃতি আত্মহত্যা করেছিলেন বলে জানায় পুলিশ। স্মৃতি কিশোরগঞ্জের অষ্টগ্রামের সাপান্তার যুগল কিশোর দাসের মেয়ে। তিনি এমসি কলেজে ইংরেজি বিভাগে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। স্মৃতি রানী দাসের আত্মহত্যার ঘটনায় পেনাল কোডের ৩০৬ / ৩৪ ধারায় শাহপরান থানায় মামলা (নং ১৫ / ২৫ /৫ / ২২) করেছিলেন তার বাবা যুগল কিশোর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত