চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের চিরিরবন্দরে মোস্তাকিম (২০) নামে এক তরুণ প্রেমিকার সামনে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। আজ রোববার উপজেলার কাঁকড়া নদী রেলওয়ে ব্রিজের সামনে এ ঘটনাটি ঘটে।
নিহত মোস্তাকিম উপজেলার নান্দেড়াই গ্রামের শিবতলী গ্রামের নতুন পাড়া এলাকার মাহাবুর হোসেনের ছেলে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দিনাজপুর রেলওয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এরশাদুল হক ভূঁইয়া।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মোস্তাকিম সকালে এসে তাঁর প্রেমিকার সঙ্গে দেখা করে। তাঁরা দুজন চিরিরবন্দর কাঁকড়া রেলওয়ে সেতুর পাড়ে একে অপরের কাছে বসে গল্প করছিল। এ সময় তাদের মধ্যে কথা-কাটাকাটির হয়। দুপুরে পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি সেখানে এসে পৌঁছালে লাফ দিয়ে ট্রেনের সামনে পরে মোস্তাকিম। পরে ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।
এ দিকে মোস্তাকিমের প্রেমিকা ওই তরুণী জানায়, আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েই তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলেন মোস্তাকিম। দেখা হওয়ার পর থেকে আত্মহত্যা না করতে বহুবার মোস্তাকিমকে নিষেধ করছেন তিনি। এরপরও মোস্তাকিম এমনটা ঘটাবেন তিনি ভাবতে পারেননি। ট্রেন আসার সময় তার প্রেমিককে আটকানোর তীব্র চেষ্টা করেছেন তিনি।
এ বিষয়ে দিনাজপুর রেলওয়ের (ওসি) এরশাদুল হক ভূঁইয়া বলেন, ‘পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ ছিল না। তাঁর পরিবার লাশ দাফনের জন্য আবেদন করলে আমরা তাদের কাছে মরদেহ হস্তান্তর করেছি।’
দিনাজপুরের চিরিরবন্দরে মোস্তাকিম (২০) নামে এক তরুণ প্রেমিকার সামনে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। আজ রোববার উপজেলার কাঁকড়া নদী রেলওয়ে ব্রিজের সামনে এ ঘটনাটি ঘটে।
নিহত মোস্তাকিম উপজেলার নান্দেড়াই গ্রামের শিবতলী গ্রামের নতুন পাড়া এলাকার মাহাবুর হোসেনের ছেলে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দিনাজপুর রেলওয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এরশাদুল হক ভূঁইয়া।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মোস্তাকিম সকালে এসে তাঁর প্রেমিকার সঙ্গে দেখা করে। তাঁরা দুজন চিরিরবন্দর কাঁকড়া রেলওয়ে সেতুর পাড়ে একে অপরের কাছে বসে গল্প করছিল। এ সময় তাদের মধ্যে কথা-কাটাকাটির হয়। দুপুরে পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি সেখানে এসে পৌঁছালে লাফ দিয়ে ট্রেনের সামনে পরে মোস্তাকিম। পরে ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।
এ দিকে মোস্তাকিমের প্রেমিকা ওই তরুণী জানায়, আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েই তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলেন মোস্তাকিম। দেখা হওয়ার পর থেকে আত্মহত্যা না করতে বহুবার মোস্তাকিমকে নিষেধ করছেন তিনি। এরপরও মোস্তাকিম এমনটা ঘটাবেন তিনি ভাবতে পারেননি। ট্রেন আসার সময় তার প্রেমিককে আটকানোর তীব্র চেষ্টা করেছেন তিনি।
এ বিষয়ে দিনাজপুর রেলওয়ের (ওসি) এরশাদুল হক ভূঁইয়া বলেন, ‘পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ ছিল না। তাঁর পরিবার লাশ দাফনের জন্য আবেদন করলে আমরা তাদের কাছে মরদেহ হস্তান্তর করেছি।’
কোস্ট গার্ড জানায়, এফবি জামিলা নামের ট্রলারটি ১৯ জুলাই চট্টগ্রামের ফিসারি ঘাট থেকে সমুদ্রে মাছ শিকারে যায়। একদিন পরই ট্রলারের ইঞ্জিন বিকল হয়। মোবাইল নেটওয়ার্ক না থাকায় তাঁরা তীরে যোগাযোগ করতে পারেনি। সমুদ্রে ভাসতে ভাসতে গতকাল তাঁরা নেটওয়ার্ক পেয়ে জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন কল করে সহযোগিতা..
৯ মিনিট আগেপুশ ইনের বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান। এর আগে গত ১১ জুলাই একই উপজেলার পানিহাতা সীমান্ত দিয়ে শিশুসহ ১০ নারী-পুরুষকে পুশ ইন করে বিএসএফ।
২৪ মিনিট আগেরাজধানীর মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার প্রায় ১ ঘণ্টা পর উদ্ধার করা হয় এর পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামকে। তখনো তাঁর দেহে প্রাণ ছিল। প্যারাস্যুট না খোলায় পাইলট অনিয়ন্ত্রিত গতিতে মূল দুর্ঘটনাস্থলের অদূরেই পড়ে গুরুতর আহত হন। তবে ভয়াবহ..
৭ ঘণ্টা আগেঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর ভুরঘাটা বাসস্ট্যান্ড থেকে উজিরপুরের জয়শ্রী পর্যন্ত ২৩ কিলোমিটার অংশে প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে সংস্কারকাজ করা হচ্ছে। কিন্তু সেই কাজ শেষ না হতেই আবার অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এতে প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করছে শত শত দূরপাল্লার বাস, ট্রাকসহ স্থানীয় যানবাহন।
৭ ঘণ্টা আগে