Ajker Patrika

আত্মহত্যা করতে নদীতে ঝাঁপ, মাঝপথে সিদ্ধান্ত পরিবর্তন 

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
আত্মহত্যা করতে নদীতে ঝাঁপ, মাঝপথে সিদ্ধান্ত পরিবর্তন 

চট্টগ্রামের রাউজানে স্বামীর ওপর অভিমান করে রিমা আকতার (২৪) নামে এক গৃহবধূ হালদা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে জানা গেছে। তবে ঝাঁপ দেওয়ার পর হালদা কিছু দূর যেতেই তিনি আবার সাঁতার কেটে পাড়ে উঠে আসেন। আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে মদুনাঘাট ব্রিজ থেকে ওই গৃহবধূর হালদা নদীতে ঝাঁপ দেন তিনি। 

রিমা আকতার উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের রুপচাঁদ নগর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের নাজির আলী সারাং বাড়ির প্রবাসী ফোরকান উদ্দিনের স্ত্রী। গত ৬ বছর আগে তাঁদের বিয়ে হয়। তাদের ঘরে ৫ বছরের একটি মেয়ে ও ২ বছর বয়সী একটি ছেলে রয়েছে। 

জানা যায়, নদীতে ঝাঁপ দেওয়ার স্থান থেকে প্রায় এক হাজার ফুট দূরে উপজেলার উরকিরচর ইউনিয়নের মইশকরম এলাকায় নিজেই সাঁতার কেটে নদীর পাড়ে ওঠেন রিমা আকতার। পরে স্থানীয় বাসিন্দা রেজাউল করিমের ঘরে আশ্রয় নেন তিনি। 

আত্মহত্যার চেষ্টাকারী রিমা আকতার জানান, গতরাতে স্বামী ফোন করে তাকে মরে যেতে বলেন। মূলত সে কারণেই সেতু থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এ ছাড়াও রিমা অভিযোগ করেন, তার শাশুড়ি ও স্বামী তাঁকে নির্যাতন করেন। তবে কি কারণে নির্যাতন করতেন সে বিষয়ে কিছু জানাননি তিনি। 

এ বিষয়ে নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জয়নাল আবেদীন জানান, ‘স্থানীয়দের কাছে খবর পেয়ে ওই গৃহবধূকে হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি আমাদের কাছেই আছে। তাঁর বাবার বাড়ির লোকজন আসলে তাঁকে দিয়ে দেওয়া হবে।’ 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির শীর্ষ ৫ নেতা হঠাৎ কক্সবাজারে কেন

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাননি সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

ছাত্র-জনতার মিছিলের মুখে পড়েন এক মন্ত্রী

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত