যুক্তরাজ্যে একের পর এক চিকিৎসক আত্মহত্যা করছেন কেন
সাম্প্রতিক এক পরিসংখ্যানে দেখা গেছে, শুধু ২০২০ সালেই চিকিৎসাসেবায় জড়িত (চিকিৎসক, নার্স ও থেরাপিস্ট) অন্তত ৭২ জন আত্মহত্যা করেছেন। এই হিসাবে প্রতি সপ্তাহে গড়ে একজনেরই বেশি আত্মহত্যা করেছেন। এ ছাড়া ২০২২ সালে চিকিৎসাক্ষেত্রে জড়িতদের মধ্যে ৩৬০টি আত্মহত্যা চেষ্টার ঘটনাও ঘটেছে।