Ajker Patrika

টিকটকে হামলাকারীর বিচার চেয়ে যুবকের আত্মহত্যা

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
Thumbnail image

পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় এক যুবকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে। মৃত্যুর আগে ওই যুবক টিকটকে ১ মিনিট ৩৫ সেকেন্ডের এক ভিডিওতে হামলাকারীর বিচার দাবি করেন। 

গতকাল বুধবার ফরিদপুরের বোয়ালমারীর চতুল ইউনিয়নের পোয়াইল গ্রাম থেকে পুলিশ ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। মৃত যুবকের নাম স্বদেশ সরকার (২৫)। তিনি ওই গ্রামের স্বপন সরকারের ছেলে। 

পরিবার ও স্থানীয়রা জানান, স্বদেশ সরকারের কাছ থেকে একই গ্রামের জাকারিয়া শেখের ছেলে রিয়াজ শেখ (২৫) ১৫০ টাকা ধার নেন। গত রোববার বিকেলে টাকা চাইতে গেলে রিয়াজ তাঁকে বেধড়ক মারপিট করেন। পরে স্বদেশ তাঁর টিকটক অ্যাকাউন্টে ১ মিনিট ৩৫ সেকেন্ড একটি ভিডিওতে কান্না জড়িত কণ্ঠে বলেন, ‘রিয়াজ আমার কাছ থেকে দেড়’শ টাকা নেছে। তার কাছে টাকা চাই। সে টাকা দেয় না। টাকা না দিয়ে আমারে মুখে ও ঘারে ঘুষি মারছে। বাবুর বাজারে সবার সমানে মারছে। কেউ আমার পক্ষে কথাও বলেনি। আমার দুঃখ ওই জায়গায়। পুলিশ, প্রশাসনকে উদ্দেশ্য করে বলছি আমি যেন এই বিচারডা অবশ্যই পাই। এই ভিডিওটা শেয়ার করে দেন, যেন প্রশাসনের নজরে যায়।’ 

মৃতের বাবা স্বপন সরকার বলেন, ‘আমরা সবাই পাশের বাড়ি নামযজ্ঞানুষ্টানে যাই। বাড়ি ফাঁকা ছিল। রাতে ফিরে দেখি ঘরে দরজা আটকানো। দরজা খুলতে বললে কোনো সাড়া না পেয়ে ভেঙে প্রবেশ করি। তখন দেখি আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আমার ছেলে ঝুলছে। তাকে মারার কারণে সে অভিমানে এ কাজ করেছে। আমি এর বিচার চাই।’ 

স্বদেশের খালাতো ভাই সঞ্জয় বলেন, ‘আমার খালাতো ভাইকে বাবুর বাজরে প্রকাশ্যে মারধর করার কারণে অভিমানে সে গলায় ফাঁস দিয়ে মারা গেছে। প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে আত্মহত্যার প্ররোচনাকারীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’ 

তবে রিয়াজের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। রিয়াজের বাবা জাকারিয়া শেখের সঙ্গে মোবাইলে কথা হলে তিনি বলেন, ‘মারামারির খবর শুনে ওই দিন আমার ছেলেকে মারধর করেছি। তবে ওই পরিবারের কেউ আমাকে জানাইনি। আমার ছেলে অপরাধ করলে তার যে সাজা হয় হোক। তবে তুচ্ছ ঘটনা নিয়ে মারামারি হয়েছে ছয় দিন আগে, সে মারা গেল গতকাল। কী কারণে আত্মহত্যা করেছে বলতে পারি না।’ 

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, ‘খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে অদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত