Ajker Patrika

প্রেমে পরিবারের আপত্তি, কীটনাশক খেয়ে কিশোরীর আত্মহত্যা

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ০২ আগস্ট ২০২৩, ১৩: ২৫
প্রেমে পরিবারের আপত্তি, কীটনাশক খেয়ে কিশোরীর আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কেরির বড়ি খেয়ে সানজিদা আক্তার (১৪) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। আজ মঙ্গলবার দুপুরের দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম। 

গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে। সানজিদা জয়পুর গ্রামের প্রবাসী নোয়াব মিয়ার মেয়ে। সে একটি মাদ্রাসায় দশম শ্রেণিতে পড়ত। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের দিলু মিয়ার ছেলে নুর মোহাম্মদের সঙ্গে সানজিদার প্রেমের সম্পর্ক ছিল। মেয়ের পরিবার বিষয়টি মেনে নেয়নি। কিছু দিন আগে মেয়েকে কুমিল্লায় এক আত্মীয়র বাড়িতে পাঠিয়ে দেয়। সেখানে একটি মাদ্রাসায় ভর্তি করানো হয়। ছেলেটি সেখানে গিয়ে মেয়ের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করে। জানতে পেরে পরিবার মেয়েটিকে আবার বাড়িতে নিয়ে আসে। এ নিয়ে পরিবারের লোকজন তাকে শাসন করে। এর জেরেই সে সোমবার সন্ধ্যায় কেরির বড়ি (চালের পোকা তাড়ানোর কীটনাশক) খেয়ে ফেলে। পরিবারের লোকজন বুঝতে পেরে প্রথমে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে কুমিল্লা হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়। 

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আজ সকালে পুলিশ লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রেমঘটিত বিষয় থেকে আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে তথ্য পেয়েছি। এ ঘটনায় এখনো মামলা হয়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত