বাঁধনের মুশকান জুবেরী হয়ে ওঠা
ওপার বাংলার জনপ্রিয় নির্মাতা সৃজিতের সঙ্গে কোনো রকম যোগাযোগ ছিল না বাঁধনের। সৃজিতই খুঁজে বের করেছেন তাঁকে। বাঁধন বলেন, ‘সৃজিতের সঙ্গে কথা বলে জানলাম আমার আগের অনেক কাজই তাঁর দেখা। শুনেছি সৃজিতের কাছে অনেকেই অনেকের নাম প্রস্তাব করেছেন, কিন্তু তিনি প্রথম থেকে আমাকেই পছন্দ করে রেখেছেন।’