মুহুর্মুহু করতালিতে প্রশংসায় ভাসল ‘রেহানা মরিয়ম নূর’
ছবি শেষ, আলো জ্বলল কানের ডবসি থিয়েটারে। প্রায় পৌনে ২ ঘণ্টা ব্যাপ্তির ‘রেহানা মরিয়ম নূর’ ছবির শুরু থেকে শেষ অবধি হল ভর্তি দর্শক দেখেছেন পিনপতন নীরবতায়। ছবি শেষে শান্ত থিয়েটার মুহূর্তেই করতালিতে মুখরিত হয়ে উঠল। আসন ছেড়ে দাঁড়িয়ে গেলেন সারি সারি দর্শক। আবেগে আপ্লুত হয়ে কান্না ধরে রাখতে পারলেন না ছবির না