বিনোদন প্রতিবেদক
ঢাকা: কান চলচ্চিত্র উৎসবে যোগ দিতে ফ্রান্সের প্যারিসে পৌঁছেছেন আজমেরি হক বাঁধন। সঙ্গে আরও ছয়জন। ‘রেহানা মরিয়ম নূর’ ছবির সাতজনের টিম ফ্রান্সে পৌঁছেই ছবি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। সাতজনের টিম কানে গেলেও গ্রুপ ফটোতে ৬ জনকে পাওয়া গেছে। দেখা গেল না পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ সাদকে। আজমেরি হক বাঁধন জানালেন, সাদ আছেন ক্যামেরার পেছনে। ছবিটি তুলেছেন তিনিই। তাই তাকে পাওয়া যায়নি ছবিতে।
ছবিতে দেখা গেছে, গাছপালায় ভরা এক বাড়ির সামনে বসে আছেন তারা। বাঁধন জানাচ্ছেন, এটি মূলত বাগানবাড়ি। কান শহর থেকে খানিকটা দূরে এই বাড়িটি দশদিনের জন্য ভাড়া করেছেন তারা। হোটেলে না উঠে এই বাগানবাড়িতে থাকার একমাত্র কারণ– কোয়ারেন্টিন।
ফ্রান্সের ভিসার শর্ত ছিল ১০ দিনের কোয়ারেন্টিন। সে হিসেবে শুক্রবার (২৫ জুন) রাতে প্যারিসে নেমেই সোজা চলে গেছেন ওই বাগানবাড়িতে। ৪ জুলাই পর্যন্ত চলবে কোয়ারিন্টিন। ততদিন পর্যন্ত এ বাড়িতেই কাটবে তাঁদের সময়।
৫ জুলাই এই টিম যাবে কান শহরে। ১৬ জুলাই ‘রেহানা মরিয়ম নূর’ টিমের জন্য বিশেষ দিন। ওই দিনই জানা যাবে ‘রেহানা মরিয়ম নূর’ ছবিটির ভাগ্যে কোনো পুরস্কার জুটবে কিনা। তবে এর আগে ছবিটি উৎসবে দেখানো হবে।
বাঁধন ও টিম হাঁটবেন কান ফেস্টিভ্যালের রেট কার্পেটে। বাঁধনের জোর বিশ্বাস, ‘আন সার্টেইন রিগার্ড’ ক্যাটাগরিতে পুরস্কারও জিততে পারে বাংলাদেশের ‘রেহানা মরিয়ম নূর’ ছবিটি।
বিদেশে তো এর আগেও আসা হয়েছে। তবে এবার অন্যরকম অনুভূতি। মনে হচ্ছে পরীক্ষা দিতে এসেছি। টেনশনে কাটছে প্রতিটি দিন। অপেক্ষায় আছি সিনেমাটি কবে দেখবো। আমি নিজেই এখনো ছবিটি দেখিনি। বোঝেন তাহলে এখন কোন অবস্থায় আছি।
আজমেরি হক বাঁধন, ‘রেহানা মরিয়ম নূর’ অভিনেত্রী
সাদরা ফিরবেন ১৮ জুলাই। কান উৎসবে যোগ দিতে পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ সাদ ও বাঁধন ছাড়াও গেছেন সাউন্ড ইঞ্জিনিয়ার শৈব, কালারিস্ট চিন্ময়, প্রোডাকশন ডিজাইনার উজ্জ্বল, সিনেমাটোগ্রাফার তুহিন, সহ–প্রযোজক রাজিব মহাজন ও নির্বাহী প্রযোজক বাবু।
ঢাকা: কান চলচ্চিত্র উৎসবে যোগ দিতে ফ্রান্সের প্যারিসে পৌঁছেছেন আজমেরি হক বাঁধন। সঙ্গে আরও ছয়জন। ‘রেহানা মরিয়ম নূর’ ছবির সাতজনের টিম ফ্রান্সে পৌঁছেই ছবি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। সাতজনের টিম কানে গেলেও গ্রুপ ফটোতে ৬ জনকে পাওয়া গেছে। দেখা গেল না পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ সাদকে। আজমেরি হক বাঁধন জানালেন, সাদ আছেন ক্যামেরার পেছনে। ছবিটি তুলেছেন তিনিই। তাই তাকে পাওয়া যায়নি ছবিতে।
ছবিতে দেখা গেছে, গাছপালায় ভরা এক বাড়ির সামনে বসে আছেন তারা। বাঁধন জানাচ্ছেন, এটি মূলত বাগানবাড়ি। কান শহর থেকে খানিকটা দূরে এই বাড়িটি দশদিনের জন্য ভাড়া করেছেন তারা। হোটেলে না উঠে এই বাগানবাড়িতে থাকার একমাত্র কারণ– কোয়ারেন্টিন।
ফ্রান্সের ভিসার শর্ত ছিল ১০ দিনের কোয়ারেন্টিন। সে হিসেবে শুক্রবার (২৫ জুন) রাতে প্যারিসে নেমেই সোজা চলে গেছেন ওই বাগানবাড়িতে। ৪ জুলাই পর্যন্ত চলবে কোয়ারিন্টিন। ততদিন পর্যন্ত এ বাড়িতেই কাটবে তাঁদের সময়।
৫ জুলাই এই টিম যাবে কান শহরে। ১৬ জুলাই ‘রেহানা মরিয়ম নূর’ টিমের জন্য বিশেষ দিন। ওই দিনই জানা যাবে ‘রেহানা মরিয়ম নূর’ ছবিটির ভাগ্যে কোনো পুরস্কার জুটবে কিনা। তবে এর আগে ছবিটি উৎসবে দেখানো হবে।
বাঁধন ও টিম হাঁটবেন কান ফেস্টিভ্যালের রেট কার্পেটে। বাঁধনের জোর বিশ্বাস, ‘আন সার্টেইন রিগার্ড’ ক্যাটাগরিতে পুরস্কারও জিততে পারে বাংলাদেশের ‘রেহানা মরিয়ম নূর’ ছবিটি।
বিদেশে তো এর আগেও আসা হয়েছে। তবে এবার অন্যরকম অনুভূতি। মনে হচ্ছে পরীক্ষা দিতে এসেছি। টেনশনে কাটছে প্রতিটি দিন। অপেক্ষায় আছি সিনেমাটি কবে দেখবো। আমি নিজেই এখনো ছবিটি দেখিনি। বোঝেন তাহলে এখন কোন অবস্থায় আছি।
আজমেরি হক বাঁধন, ‘রেহানা মরিয়ম নূর’ অভিনেত্রী
সাদরা ফিরবেন ১৮ জুলাই। কান উৎসবে যোগ দিতে পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ সাদ ও বাঁধন ছাড়াও গেছেন সাউন্ড ইঞ্জিনিয়ার শৈব, কালারিস্ট চিন্ময়, প্রোডাকশন ডিজাইনার উজ্জ্বল, সিনেমাটোগ্রাফার তুহিন, সহ–প্রযোজক রাজিব মহাজন ও নির্বাহী প্রযোজক বাবু।
সৌদি আরবের প্রথম দিকের কয়েকজন নারী র্যাপারের একজন জারা। সংগীতশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সৌদির সীমানা পেরিয়ে তিনি এখন সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে থাকছেন। আরবি, ইংরেজির পাশাপাশি সুইডিশ ভাষাতেও সাবলীল এই তরুণী। জানান, আরও একটি ভাষা শেখার ইচ্ছা আছে তাঁর। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর গান...
৫ ঘণ্টা আগেবিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
১২ ঘণ্টা আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
১২ ঘণ্টা আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
১২ ঘণ্টা আগে