বিনোদন প্রতিবেদক, ঢাকা
টালিউডের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশের দুই অভিনয়শিল্পী খায়রুল বাসার ও তানজিন তিশা। সিনেমাটির নাম ‘ভালোবাসার মরসুম’। সবচেয়ে বড় চমক, এটি দিয়ে প্রথমবারের মতো বাংলা সিনেমায় কাজ করতে চলেছেন ‘থ্রি ইডিয়টস’খ্যাত বলিউড অভিনেতা শরমন জোশী। অর্থাৎ একই সিনেমায় শরমন জোশীর সঙ্গে দেখা যাবে বাসার-তিশাকে। এতে আরও অভিনয় করবেন টালিউডের সুস্মিতা চট্টোপাধ্যায়।
ভালবাসার মরসুম পরিচালনা করছেন এম এন রাজ। এর আগে তিনি জিৎ অভিনীত ‘রাবণ’ বানিয়েছিলেন। জানা গেছে, ভালোবাসার মরসুম সিনেমায় শরমন অভিনীত চরিত্রের নাম আবির। তানজিন তিশা ও সুস্মিতার চরিত্রের নাম হিয়া ও পারমিতা। গল্পে দেখা যাবে, কলেজে পড়ার সময় প্রফেসর আবিরের প্রেমে পড়ে হিয়া। কিন্তু আবির তখনো ভুলতে পারেনি তার সাবেক প্রেমিকা পারমিতাকে।
কিন্তু শেষমেশ হিয়ার প্রেমে ধরা দেয় আবির, তাদের বিয়ে হয়। কিন্তু বিয়ের পরেই হিয়ার সঙ্গে আবিরের সম্পর্ক পাল্টাতে থাকে। হিয়াকে এড়িয়ে চলতে থাকে সে। কিন্তু কেন? তা বুঝে উঠতে পারে না হিয়া। সেই টানাপোড়েনের মধ্যে হাজির হয় খায়রুল বাসার অভিনীত চরিত্রটি।
জানা গেছে, এই সিনেমার জন্য বাংলা ভাষা শিখছেন শরমন জোশী। অভিনেতা বলেন, ‘এর আগে বাংলায় কাজ না করলেও “ভূতের ভবিষ্যৎ”-এর হিন্দি রিমেক “গ্যাং অব গোস্টস” সিনেমায় কাজ করেছি। তা ছাড়া বাংলা সিনেমা আমি নিয়মিত দেখি। সত্যজিৎ রায়ের বড় ভক্ত আমি। এখন প্রাদেশিক ভাষায় অনেক ভালো ভালো কাজ হচ্ছে। বাংলা সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়ে ভালো লাগছে।’
আগামী সেপ্টেম্বরের শুরুতে ভালোবাসার মরসুম সিনেমার শুটিং শুরু হবে দার্জিলিংয়ে। বেশির ভাগ অংশের শুটিং হবে পাহাড়ে। আর কিছু অংশের কাজ হওয়ার কথা মুর্শিদাবাদে। আগামী বছরের সরস্বতী পূজায় সিনেমাটি মুক্তির পরিকল্পনা নির্মাতাদের। প্রযোজনা করবে মেহের এন্টারটেইনমেন্ট ভেঞ্চার, হিমানী ফিল্মস ও ফ্লোটিং ওয়াটার।
সিনেমাটি নিয়ে টেলিগ্রাফ ইন্ডিয়াকে খায়রুল বাসার বলেন, ‘চিত্রনাট্য পড়ে খুব ভালো লেগেছে। আমার কাছে মনে হয়েছে এটা খুব ভালো সিনেমা হবে টালিউডে অভিষেকের জন্য। এ ছাড়া শরমন জোশীর সঙ্গে স্ক্রিন শেয়ারের সুযোগ পাওয়া আমার জন্য আশীর্বাদের মতো।’
টালিউডের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশের দুই অভিনয়শিল্পী খায়রুল বাসার ও তানজিন তিশা। সিনেমাটির নাম ‘ভালোবাসার মরসুম’। সবচেয়ে বড় চমক, এটি দিয়ে প্রথমবারের মতো বাংলা সিনেমায় কাজ করতে চলেছেন ‘থ্রি ইডিয়টস’খ্যাত বলিউড অভিনেতা শরমন জোশী। অর্থাৎ একই সিনেমায় শরমন জোশীর সঙ্গে দেখা যাবে বাসার-তিশাকে। এতে আরও অভিনয় করবেন টালিউডের সুস্মিতা চট্টোপাধ্যায়।
ভালবাসার মরসুম পরিচালনা করছেন এম এন রাজ। এর আগে তিনি জিৎ অভিনীত ‘রাবণ’ বানিয়েছিলেন। জানা গেছে, ভালোবাসার মরসুম সিনেমায় শরমন অভিনীত চরিত্রের নাম আবির। তানজিন তিশা ও সুস্মিতার চরিত্রের নাম হিয়া ও পারমিতা। গল্পে দেখা যাবে, কলেজে পড়ার সময় প্রফেসর আবিরের প্রেমে পড়ে হিয়া। কিন্তু আবির তখনো ভুলতে পারেনি তার সাবেক প্রেমিকা পারমিতাকে।
কিন্তু শেষমেশ হিয়ার প্রেমে ধরা দেয় আবির, তাদের বিয়ে হয়। কিন্তু বিয়ের পরেই হিয়ার সঙ্গে আবিরের সম্পর্ক পাল্টাতে থাকে। হিয়াকে এড়িয়ে চলতে থাকে সে। কিন্তু কেন? তা বুঝে উঠতে পারে না হিয়া। সেই টানাপোড়েনের মধ্যে হাজির হয় খায়রুল বাসার অভিনীত চরিত্রটি।
জানা গেছে, এই সিনেমার জন্য বাংলা ভাষা শিখছেন শরমন জোশী। অভিনেতা বলেন, ‘এর আগে বাংলায় কাজ না করলেও “ভূতের ভবিষ্যৎ”-এর হিন্দি রিমেক “গ্যাং অব গোস্টস” সিনেমায় কাজ করেছি। তা ছাড়া বাংলা সিনেমা আমি নিয়মিত দেখি। সত্যজিৎ রায়ের বড় ভক্ত আমি। এখন প্রাদেশিক ভাষায় অনেক ভালো ভালো কাজ হচ্ছে। বাংলা সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়ে ভালো লাগছে।’
আগামী সেপ্টেম্বরের শুরুতে ভালোবাসার মরসুম সিনেমার শুটিং শুরু হবে দার্জিলিংয়ে। বেশির ভাগ অংশের শুটিং হবে পাহাড়ে। আর কিছু অংশের কাজ হওয়ার কথা মুর্শিদাবাদে। আগামী বছরের সরস্বতী পূজায় সিনেমাটি মুক্তির পরিকল্পনা নির্মাতাদের। প্রযোজনা করবে মেহের এন্টারটেইনমেন্ট ভেঞ্চার, হিমানী ফিল্মস ও ফ্লোটিং ওয়াটার।
সিনেমাটি নিয়ে টেলিগ্রাফ ইন্ডিয়াকে খায়রুল বাসার বলেন, ‘চিত্রনাট্য পড়ে খুব ভালো লেগেছে। আমার কাছে মনে হয়েছে এটা খুব ভালো সিনেমা হবে টালিউডে অভিষেকের জন্য। এ ছাড়া শরমন জোশীর সঙ্গে স্ক্রিন শেয়ারের সুযোগ পাওয়া আমার জন্য আশীর্বাদের মতো।’
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আজ বিকেল সাড়ে ৫টার দিকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে লালনসংগীতশিল্পী ফরিদা পারভীনকে। তাঁর রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে। সংক্রমণ বেড়ে গেছে। কিডনি জটিলতাও রয়েছে। সব মিলিয়ে তাঁর অবস্থা আশঙ্কাজনক।
৩ ঘণ্টা আগেক্রিকেট বাংলাদেশের মানুষের কাছে ভালোবাসার জায়গা। বাংলাদেশের খেলার দিন মন পড়ে থাকে খেলার মাঠে। একটা ছক্কায় গোটা দেশ উল্লাসে মেতে ওঠে, একটা উইকেটে কোটি মানুষ একসঙ্গে চিৎকার করে। বাংলাদেশ ক্রিকেটের এক গৌরবময় অধ্যায় ১৯৯৭ সালের আইসিসি ট্রফি জয়।
৪ ঘণ্টা আগেনাট্যদল জাগরণী থিয়েটারের ২১তম প্রযোজনা ‘কাদামাটি’। গত জুলাইয়ে মঞ্চে এসেছে নাটকটি। আগামীকাল ১১ সেপ্টেম্বর মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে দেখা যাবে এর তৃতীয় প্রদর্শনী।
৬ ঘণ্টা আগেঅনুমতি ছাড়া বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের নাম-ছবি বেআইনিভাবে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন মাধ্যমে। এআই নির্মিত অশ্লীল-বিকৃত ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। শুধু তা-ই নয়, প্রযুক্তির সাহায্য নিয়ে তাঁর কণ্ঠস্বরেরও অপব্যবহার হচ্ছে। তাই ভারতীয় আইন মোতাবেক ‘ব্যক্তিত্বের অধিকার’ কার্যকর করার দাবি
১৭ ঘণ্টা আগে