Ajker Patrika

বলিউডের শরমন জোশীর সঙ্গে কলকাতার সিনেমায় খায়রুল বাসার ও তানজিন তিশা

বিনোদন প্রতিবেদক, ঢাকা
শরমন জোশীর সঙ্গে একই সিনেমায় অভিনয় করবেন খায়রুল বাসার ও তানজিন তিশা। ছবি: সংগৃহীত
শরমন জোশীর সঙ্গে একই সিনেমায় অভিনয় করবেন খায়রুল বাসার ও তানজিন তিশা। ছবি: সংগৃহীত

টালিউডের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশের দুই অভিনয়শিল্পী খায়রুল বাসার ও তানজিন তিশা। সিনেমাটির নাম ‘ভালোবাসার মরসুম’। সবচেয়ে বড় চমক, এটি দিয়ে প্রথমবারের মতো বাংলা সিনেমায় কাজ করতে চলেছেন ‘থ্রি ইডিয়টস’খ্যাত বলিউড অভিনেতা শরমন জোশী। অর্থাৎ একই সিনেমায় শরমন জোশীর সঙ্গে দেখা যাবে বাসার-তিশাকে। এতে আরও অভিনয় করবেন টালিউডের সুস্মিতা চট্টোপাধ্যায়।

ভালবাসার মরসুম পরিচালনা করছেন এম এন রাজ। এর আগে তিনি জিৎ অভিনীত ‘রাবণ’ বানিয়েছিলেন। জানা গেছে, ভালোবাসার মরসুম সিনেমায় শরমন অভিনীত চরিত্রের নাম আবির। তানজিন তিশা ও সুস্মিতার চরিত্রের নাম হিয়া ও পারমিতা। গল্পে দেখা যাবে, কলেজে পড়ার সময় প্রফেসর আবিরের প্রেমে পড়ে হিয়া। কিন্তু আবির তখনো ভুলতে পারেনি তার সাবেক প্রেমিকা পারমিতাকে।

কিন্তু শেষমেশ হিয়ার প্রেমে ধরা দেয় আবির, তাদের বিয়ে হয়। কিন্তু বিয়ের পরেই হিয়ার সঙ্গে আবিরের সম্পর্ক পাল্টাতে থাকে। হিয়াকে এড়িয়ে চলতে থাকে সে। কিন্তু কেন? তা বুঝে উঠতে পারে না হিয়া। সেই টানাপোড়েনের মধ্যে হাজির হয় খায়রুল বাসার অভিনীত চরিত্রটি।

জানা গেছে, এই সিনেমার জন্য বাংলা ভাষা শিখছেন শরমন জোশী। অভিনেতা বলেন, ‘এর আগে বাংলায় কাজ না করলেও “ভূতের ভবিষ্যৎ”-এর হিন্দি রিমেক “গ্যাং অব গোস্টস” সিনেমায় কাজ করেছি। তা ছাড়া বাংলা সিনেমা আমি নিয়মিত দেখি। সত্যজিৎ রায়ের বড় ভক্ত আমি। এখন প্রাদেশিক ভাষায় অনেক ভালো ভালো কাজ হচ্ছে। বাংলা সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়ে ভালো লাগছে।’

আগামী সেপ্টেম্বরের শুরুতে ভালোবাসার মরসুম সিনেমার শুটিং শুরু হবে দার্জিলিংয়ে। বেশির ভাগ অংশের শুটিং হবে পাহাড়ে। আর কিছু অংশের কাজ হওয়ার কথা মুর্শিদাবাদে। আগামী বছরের সরস্বতী পূজায় সিনেমাটি মুক্তির পরিকল্পনা নির্মাতাদের। প্রযোজনা করবে মেহের এন্টারটেইনমেন্ট ভেঞ্চার, হিমানী ফিল্মস ও ফ্লোটিং ওয়াটার।

সিনেমাটি নিয়ে টেলিগ্রাফ ইন্ডিয়াকে খায়রুল বাসার বলেন, ‘চিত্রনাট্য পড়ে খুব ভালো লেগেছে। আমার কাছে মনে হয়েছে এটা খুব ভালো সিনেমা হবে টালিউডে অভিষেকের জন্য। এ ছাড়া শরমন জোশীর সঙ্গে স্ক্রিন শেয়ারের সুযোগ পাওয়া আমার জন্য আশীর্বাদের মতো।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ওসি হয়েও আমার কম দামি ফোন, দামি ফোন নিয়ে ঘুরলে ছিনতাই তো হবেই’, ভুক্তভোগীকে মোহাম্মদপুরের ওসি

এনসিপির পদযাত্রা উপলক্ষে ‘স্কুল বন্ধের সিদ্ধান্ত’, প্রধান শিক্ষকের দুই রকম বক্তব্য

মোহাম্মদপুর থানায় ভুক্তভোগীকে হেনস্তা: চার পুলিশ সদস্যকে প্রত্যাহার, ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

হিন্দু মন্দির নিয়ে কেন সংঘাতে জড়াল বৌদ্ধ-অধ্যুষিত থাইল্যান্ড-কম্বোডিয়া

লজ্জায় ধর্ষণের শিকার মায়ের আত্মহত্যা: ৮ বছরের মেয়েটি যাবে কোথায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত