Ajker Patrika

বিএফআই চলচ্চিত্র উৎসবে ‘রেহানা মরিয়ম নূর’

বিনোদন প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

বাংলাদেশের প্রথম ছবি হিসেবে কান চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল মনোনয়ন প্রাপ্তি ও প্রদর্শিত হওয়ার গৌরব অর্জন করে আবদুল্লাহ মোহাম্মদ সাদ-এর ‘রেহানা মরিয়ম নূর’। গত জুলাই মাসে ‘রেহানা মরিয়ম নূর’ কান চলচ্চিত্র উৎসবে অংশ নেয়। এর আঁ সার্তে রিগা বিভাগে মনোনয়ন পায় ছবিটি। ছবিটি প্রদর্শনের পরপরই সবাই দাঁড়িয়ে ‘স্ট্যান্ডিং ওভেশন’ দেয়।

এবার আরও একটি আনন্দ সংবাদ দিল ছবিটি। লন্ডনের বিএফআই (ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট) ফিল্ম ফেস্টিভ্যালে মনোনীত হয়েছে ‘রেহানা মরিয়ম নূর’। বিষয়টি নিশ্চিত করেছেন নাম ভূমিকায় অভিনয় করা আজমেরী হক বাঁধন।

বাঁধন জানান, আগামী ৬ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত আয়োজনটি ইংল্যান্ডে হবে। পাশাপাশি এটি অনলাইনেও চলবে। ছবিটি উৎসবের ডিবেট সেকশনের জন্য নির্বাচিত হয়েছে।

বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যাল ১৯৫৭ সালে প্রথম অনুষ্ঠিত হয়। এবার তাদের ৬৫তম আয়োজন। এতে বিভিন্ন দেশের ৩০০টির বেশি ছবি প্রদর্শিত হচ্ছে।

কানের পর মেলবোর্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও দেখানো হয়েছিল বহুল আলোচিত এই বাংলাদেশি ছবিটি।

প্রাইভেট মেডিকেল কলেজের একজন শিক্ষক রেহানা মরিয়ম নূরকে কেন্দ্র করেই ‘রেহানা মরিয়ম নূর’ ছবির গল্প। আজমেরী হক বাঁধনসহ আরও অভিনয় করেছেন সাবেরী আলম, কাজী সামি হাসান, ইয়াছির আল হক প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত