Ajker Patrika

‘রেহানা মরিয়ম নূর’ দেখে প্রতিমন্ত্রীর ভূয়সী প্রশংসা

বিনোদন ডেস্ক
আপডেট : ২৯ নভেম্বর ২০২১, ১৯: ৫০
Thumbnail image

জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তাঁর অভিনীত ‘রেহানা মরিয়ম নূর’ ছবিটি (১২ নভেম্বর) মুক্তি পেয়েছে। এটি পরিচালনা করেছেন আবদুল্লাহ মোহাম্মদ সাদ। প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবে অফিশিয়াল বিভাগ ‘আঁ সার্তেইন রিগার্দ’ ক্যাটাগরিতে বাংলাদেশি ছবি হিসেবে অংশ নিয়েছিল ছবিটি। রোববার (২৮ নভেম্বর) সিনেমাটি দেখেছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ছবিটি দেখে ভূয়সী প্রশংসা করেন তিনি।

রোববার (২৮ নভেম্বর) সন্ধ্যায় মহাখালীর এসকেএস টাওয়ার স্টার সিনেপ্লেক্সে রেহানা মরিয়ম নূর সিনেমাটি উপভোগ করেন পলক। এ সময় ছবির কেন্দ্রীয় চরিত্র অভিনেত্রী বাঁধন, নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবুসহ সিনেমার কলাকুশলীরা উপস্থিত ছিলেন।

ছবিটি দেখে নিজের অফিশিয়াল ফেসবুকেও একটি দীর্ঘ স্ট্যাটাস দেন পলক। জানান নিজের ভালো লাগার কথা। তিনি বলেন, ‘এই চলচ্চিত্রের মধ্যে আমাদের পরিবারের ভেতরে নারী পুরুষের মধ্যে যে বৈষম্য, সংসারের মধ্যে যে বৈষম্য তা ফুটে উঠেছে। শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের শৈশব থেকে যে শিক্ষক, অভিভাবক প্রতিবেশী তাদের কাছ থেকে যে শিক্ষাটা পাওয়ার কথা সেই নৈতিক শিক্ষাটা না পেয়ে অনৈতিক শিক্ষা পাচ্ছে আমাদের সন্তানেরা সেটা তুলে ধরা হয়েছে।’ তিনি যোগ করেন, ‘এই সিনেমা দেখে অনেকের ফেসবুকে কমেন্ট দেখেছি তারা বলছে “রেহানা” চরিত্রটি স্বাভাবিক নাকি অস্বাভাবিক! আমি মনে করি রেহানা আসলে অস্বাভাবিক না! সমাজটা অস্বাভাবিক, রেহানা সেই সমাজের অসংগতির বিরুদ্ধে একটা সাহসী কণ্ঠস্বর।’

‘রেহানা মরিয়ম নূর’ ছবিটি দেখেছেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকতিনি বলেন, ‘অন্যায়ের সাথে আপস করব কেন? এই যে অন্যায়ের বিরুদ্ধে রেহানার যে পদক্ষেপ এটাই স্বাভাবিক। আর সমাজের যে অসংগতি সেটাই অস্বাভাবিক! এই জায়গা থেকে আমাদের সকলের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে।’

আলোচিত এই ছবিটি নিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমি আশা করি বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল একটি অসাম্প্রদায়িক প্রগতিশীল সোনার বাংলাদেশ গড়ে তোলা সেই অসম্প্রদায়িক প্রগতিশীল সমাজ বিনির্মাণে আমাদের “রেহানা মরিয়ম নূর”-এর মতো আরো অনেক চলচ্চিত্র আসবে এবং আমরা বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মকে একটি অসাম্প্রদায়িক প্রগতিশীল প্রজন্ম হিসেবে গড়ে তুলতে পারব।’

‘রেহানা মরিয়ম নূর’ ছবিটি দেখেছেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসবশেষে তিনি সবাইকে সিনেমা হলে গিয়ে রেহানা মরিয়ম নূর দেখারও অনুরোধ জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত