Ajker Patrika

জীবনের গল্প শোনাবেন মাহতিম শাকিব

বিনোদন প্রতিবেদক, ঢাকা
মাহতিম শাকিব। ছবি: সংগৃহীত
মাহতিম শাকিব। ছবি: সংগৃহীত

ধারাবাহিকভাবে নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন সংগীতশিল্পী মাহতিম শাকিব। অডিও প্রযোজনা প্রতিষ্ঠানের পাশাপাশি নিজের ইউটিউব চ্যানেলেও প্রকাশ করছেন গান। এবার আরও একটি ইউটিউব চ্যানেল নিয়ে আসছেন তিনি। ‘মাহতিম অন দ্য মাইক’ নামের এই ইউটিউব চ্যানেলে বিভিন্ন মানুষের জীবনের গল্প শোনাবেন তিনি। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় যাত্রা শুরু হচ্ছে নতুন এই ইউটিউব চ্যানেলটির।

নতুন এই চ্যানেলটি নিয়ে মাহতিম শাকিব বলেন, ‘আমার গানের একটা চ্যানেল আছে। এটা অন্য রকম হবে। সবার একটা গল্প থাকে। নতুন এই চ্যানেলের মূল উদ্দেশ্য হলো মানুষের জীবনের গল্প শোনানো। সেই গল্পগুলো বিভিন্ন মাধ্যমে বলা যায়। নাটকের মাধ্যমে বলা যায়, ইন্টারভিউয়ের মাধ্যমেও তুলে ধরা যায়। আবার ছবি এঁকে, আবৃত্তি করে, গানের মাধ্যমেও সম্ভব। আরও কিছু ব্যাপার নিয়ে আমরা কাজ করতে চাই মাহতিম অন দ্য মাইকে।’

নতুন চ্যানেলটির বাইরে মাহতিম শাকিব চ্যানেলটি নিয়েও বেশ কিছু পরিকল্পনা করছেন জানান এই সংগীতশিল্পী। সম্প্রতি সম্প্রতি প্রকাশ পেয়েছে মাহমিত শাকিবের গাওয়া ‘সুইসাইড নোট’ শিরোনামের গান। এটি লিখেছেন এন আই বুলবুল। সুর ও সংগীত পরিচালনা করেছেন রোহান রাজ। ভিডিও বানিয়েছেন মনিরুল ইসলাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কৌশলে বিনিয়োগ সরাচ্ছে বহুজাতিক কোম্পানি

বিমান বিধ্বস্ত: এক ঘণ্টা পর উদ্ধার হন পাইলট, তখনো বেঁচে ছিলেন

মোহাম্মদপুর থানায় ভুক্তভোগীকে হেনস্তা: চার পুলিশ সদস্যকে প্রত্যাহার, ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

‘ওসি হয়েও আমার কম দামি ফোন, দামি ফোন নিয়ে ঘুরলে ছিনতাই তো হবেই’, ভুক্তভোগীকে মোহাম্মদপুরের ওসি

রংপুরের ১০ কিমি সড়কে ৩৬৫ টন পাথর উধাও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত