বিনোদন প্রতিবেদক, ঢাকা
মনসুন রেভল্যুশনের স্পিরিটকে উপজীব্য করে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে নতুন নাট্য প্রযোজনা নির্মাণের অংশ হিসেবে মঞ্চে আসছে আরও এক নতুন নাটক। নাটকের নাম ‘মুখোমুখি’। নাটকটি মঞ্চে আনছে থিয়েটার ওয়েব নাট্যদল। মুখোমুখির ভাবনা, পরিকল্পনা ও নির্দেশনায় রয়েছেন ধীমান চন্দ্র বর্মণ। আগামীকাল ২৫ জুলাই সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে অনুষ্ঠিত হবে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন।
মুখোমুখি নাটকটি নির্দিষ্ট একটি গল্পের নয়। বরং খণ্ড খণ্ড বেশ কয়েকটি ঘটনা বা গল্পের সমন্বয়ে তৈরি হয়েছে নাটকটি। তুলে ধরা হয়েছে যুদ্ধবিরোধী আর মানবতা ধ্বংসের বিরুদ্ধের নানা ঘটনা। এ প্রসঙ্গে নাটকটির নির্দেশক ধীমান চন্দ্র বর্মণ বলেন, ‘এটা মানবতার পক্ষে যুদ্ধবিরোধী আর স্বৈরশাসকের বিরুদ্ধে রচিত একটি নাটক। ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ক্ষমতালোভী রাজারা যে দুঃশাসন কায়েম করে, কিংবা একজন মানুষের সঙ্গে ঘটে যাওয়া কোনো ঘটনা তার পরিবারের সদস্যদের মধ্যে যে ইমপ্যাক্ট ফেলে, কীভাবে জুলাই গণ-অভ্যুত্থানের মতো একটি ঘটনার জন্ম হয়, কেন হয়—এমন নানা বিষয় তুলে ধরা হয়েছে এই নাটকে।’
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন আল মামুন, পলি চৌধুরী, ফৌজিয়া আফরিন তিলু, মুজাহিদুল ইসলাম রিফাত, শ্রীকান্ত মন্ডল, সঞ্জিত কুমার দে, সায়মা সেলিম আনিকা, স্বরূপ রতন লালন ও হাসিব উল ইসলাম। ব্যাক স্টেজে থাকবেন রবি প্রারম্ভ, মেহেদি হাসান সোহান, মো. আশরাফুল ইসলাম, তানভীর আহমেদ, রবিউল আহমেদ, পলক দাস, রতন ধর, অর্পা বণিক, প্রিয়াংকা তালুকদার, গৌতম দে ও শর্মিষ্ঠা রায়।
পোশাক পরিকল্পনায় রয়েছেন মহসিনা আক্তার; কোরিওগ্রাফি করেছেন অমিত চৌধুরী ও হাসান ঈশতিয়াক ইমরান; দৃশ্য ভাবনা, মঞ্চ ও আলোক পরিকল্পনায় ধীমান চন্দ্র বর্মণ; আলোক প্রক্ষেপণে জাদিদ ইমতিয়াজ; শব্দ ও সংগীত পরিকল্পনায় রাগীব নাঈম এবং শব্দ ও সংগীত প্রক্ষেপণে মামদুদুর রহমান। নাট্য প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে।
মনসুন রেভল্যুশনের স্পিরিটকে উপজীব্য করে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে নতুন নাট্য প্রযোজনা নির্মাণের অংশ হিসেবে মঞ্চে আসছে আরও এক নতুন নাটক। নাটকের নাম ‘মুখোমুখি’। নাটকটি মঞ্চে আনছে থিয়েটার ওয়েব নাট্যদল। মুখোমুখির ভাবনা, পরিকল্পনা ও নির্দেশনায় রয়েছেন ধীমান চন্দ্র বর্মণ। আগামীকাল ২৫ জুলাই সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে অনুষ্ঠিত হবে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন।
মুখোমুখি নাটকটি নির্দিষ্ট একটি গল্পের নয়। বরং খণ্ড খণ্ড বেশ কয়েকটি ঘটনা বা গল্পের সমন্বয়ে তৈরি হয়েছে নাটকটি। তুলে ধরা হয়েছে যুদ্ধবিরোধী আর মানবতা ধ্বংসের বিরুদ্ধের নানা ঘটনা। এ প্রসঙ্গে নাটকটির নির্দেশক ধীমান চন্দ্র বর্মণ বলেন, ‘এটা মানবতার পক্ষে যুদ্ধবিরোধী আর স্বৈরশাসকের বিরুদ্ধে রচিত একটি নাটক। ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ক্ষমতালোভী রাজারা যে দুঃশাসন কায়েম করে, কিংবা একজন মানুষের সঙ্গে ঘটে যাওয়া কোনো ঘটনা তার পরিবারের সদস্যদের মধ্যে যে ইমপ্যাক্ট ফেলে, কীভাবে জুলাই গণ-অভ্যুত্থানের মতো একটি ঘটনার জন্ম হয়, কেন হয়—এমন নানা বিষয় তুলে ধরা হয়েছে এই নাটকে।’
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন আল মামুন, পলি চৌধুরী, ফৌজিয়া আফরিন তিলু, মুজাহিদুল ইসলাম রিফাত, শ্রীকান্ত মন্ডল, সঞ্জিত কুমার দে, সায়মা সেলিম আনিকা, স্বরূপ রতন লালন ও হাসিব উল ইসলাম। ব্যাক স্টেজে থাকবেন রবি প্রারম্ভ, মেহেদি হাসান সোহান, মো. আশরাফুল ইসলাম, তানভীর আহমেদ, রবিউল আহমেদ, পলক দাস, রতন ধর, অর্পা বণিক, প্রিয়াংকা তালুকদার, গৌতম দে ও শর্মিষ্ঠা রায়।
পোশাক পরিকল্পনায় রয়েছেন মহসিনা আক্তার; কোরিওগ্রাফি করেছেন অমিত চৌধুরী ও হাসান ঈশতিয়াক ইমরান; দৃশ্য ভাবনা, মঞ্চ ও আলোক পরিকল্পনায় ধীমান চন্দ্র বর্মণ; আলোক প্রক্ষেপণে জাদিদ ইমতিয়াজ; শব্দ ও সংগীত পরিকল্পনায় রাগীব নাঈম এবং শব্দ ও সংগীত প্রক্ষেপণে মামদুদুর রহমান। নাট্য প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে।
অনুমতি ছাড়া বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের নাম-ছবি বেআইনিভাবে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন মাধ্যমে। এআই নির্মিত অশ্লীল-বিকৃত ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। শুধু তা-ই নয়, প্রযুক্তির সাহায্য নিয়ে তাঁর কণ্ঠস্বরেরও অপব্যবহার হচ্ছে। তাই ভারতীয় আইন মোতাবেক ‘ব্যক্তিত্বের অধিকার’ কার্যকর করার দাবি
১৮ মিনিট আগেসংগীত ক্যারিয়ারে সাড়ে তিন দশকের পথচলা কনকচাঁপার। পুরো নাম রুমানা মোর্শেদ কনকচাঁপা। সাবিনা ইয়াসমীন ও রুনা লায়লার পর কনকচাঁপা প্লেব্যাক শিল্পী হিসেবে চলচ্চিত্রে ৩ হাজারের বেশি গানে কণ্ঠ দিয়েছেন। তাঁর অনেক গান শ্রোতাদের মুখে মুখে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনবার। এ ছাড়া কনকচাঁপার একক অ্যালবাম
২৭ মিনিট আগেফিলিস্তিনের ওপর ইসরায়েলের বর্বরতা ও গণহত্যার বিরুদ্ধে শিল্পীদের প্রতিবাদ এবার আরও কঠোর হলো। আরও শক্ত অবস্থান নিলেন শিল্পীরা। হলিউডসহ সারা বিশ্বের বিভিন্ন ইন্ডাস্ট্রির ১২ শর বেশি শিল্পী ঘোষণা দিয়েছেন, এখন থেকে ইসরায়েলি কোনো ইনস্টিটিউশন কিংবা প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে
৩২ মিনিট আগে১ থেকে ৫ সেপ্টেম্বর ভারতের দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে ‘ডক প্রোডিউসিং সাউথ’ শীর্ষক আয়োজন। স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের নিয়ে অনুষ্ঠিত এই আয়োজনে তথ্যচিত্র নির্মাণের বাজেট, ডিস্ট্রিবিউশন পরিকল্পনা, চিত্রনাট্য রচনাসহ নানা বিষয়ে আলোচনা করেন বিভিন্ন দেশের নির্মাতা ও প্রযোজকেরা।
১ দিন আগে