Ajker Patrika

হোটেল নয়, নিজেরা নিয়েছেন বাড়ি

আপডেট : ১৩ জুলাই ২০২১, ১৩: ৪৫
হোটেল নয়, নিজেরা নিয়েছেন বাড়ি

কানে জেডব্লিউ ম্যারিয়ট হোটেলে উঠেছিলেন সাদ ও বাঁধনেরা। তবে দুই দিন আগে একটি ভাড়া অ্যাপার্টমেন্টে উঠেছেন। ভাড়া অ্যাপার্টমেন্টে ওঠার কারণ নিজেদের মতো সময় কাটানো।

এক ভিডিও বার্তায় বাঁধন বলেন, ‘এই যেমন আমি জগিংয়ে বের হয়েছি। হোটেলে ফটোগ্রাফারদের ভিড়। খুবই ব্যস্ত হোটেল। তাই নিজেদের মতো সময় কাটাতেই কাছাকাছি ভাড়াবাসায় উঠেছি। এখানে এত সুন্দর রাস্তা আর এলাকা। যেমন বাইরে বসে সকালবেলায় মানুষ আড্ডা দিচ্ছেন। এখানে সবার একটা করে পোষাপ্রাণী আছে। আমার মেয়ে থাকলে তো পাগল হয়ে যেত। আমার মেয়েকে সবচেয়ে বেশি মিস করছি। এরপর আবার আসবো। তখন আমার মেয়ে থাকবে। একটু পাহাড়ি এলাকা। আমরা সবাই এক বাসাতে উঠতে পারিনি। ভাগ করে উঠেছি। তবে সেটাও হাঁটার পথ। দিনে দু–তিনবার আমরা এ বাসা থেকে ওই বাসায় যাই।

আমাদের কোভিড টেস্ট করতে হয় ৪৮ ঘণ্টা পর পর। সেটারও একটা প্রসিডিউর আছে। আমরা আবেদন করি। ওরা ফিরতি মেইল পাঠায়। লাইনেও দাঁড়াতে হয় না। সময়মতো গিয়ে টেস্ট করে আসি। গতকাল আমরা একটা ফিল্ম দেখেছি। এভাবেই সময় কাটছে। আশপাশ একটু ঘুরছিও।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত