Ajker Patrika

আজ বাঁধনদের ভাগ্য নির্ধারণ

আপডেট : ১৬ জুলাই ২০২১, ১৫: ১০
আজ বাঁধনদের ভাগ্য নির্ধারণ

উৎসবের মূল পুরস্কার পাম দি’ওর–এর জন্য কম্পিটিশন বিভাগে আসে বিশ্বনন্দিত পরিচালকদের ছবি। কিন্তু এর বাইরের ছবিগুলোর প্রতিযোগিতার জন্য ‘অন্য দৃষ্টি থেকে’ বা ‘আঁ সার্তে রিগা’ ক্যাটাগরি চালু হয় ১৯৭৮ সালে। ২০টি চলচ্চিত্র স্থান পায় এখানে, পুরস্কার প্রায় ৩০ হাজার ইউরো বা প্রায় ৩০ লাখ টাকা। প্রথমবারের মতো এই ক্যাটাগরিতে স্থান পেয়েছে আজমেরি হক বাঁধন অভিনীত এবং আব্দুল্লাহ মোহাম্মদ সাদ নির্মিত বাংলাদেশের সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’। আজ সিনেমাটির ভাগ্য নির্ধারিত হবে। ঘোষণা হবে বিজয়ীর নাম।

এ প্রসঙ্গে অভিনেত্রী বাঁধন তাঁর প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, ‘আমরা যা পেয়েছি তা–ই অনেক। এত শ্রদ্ধা, এত ভালোবাসা, এত বড় বড় মানুষের সিনেমার সঙ্গে আমাদের সিনেমা প্রতিযোগিতা করছে এটাই অনেক বড় পাওয়া। যদি পুরস্কৃত হই, সেটা যেই ক্যাটাগরিতেই হোক, তার পুরো কৃতিত্ব পরিচালকের। তিনি সত্যিই মেধাবী। আমি বিশ্বাস করি একদিন অস্কার আসবে তাঁর হাত ধরে।’

প্রতিযোগিতার বাকি ১৯টি ছবি হলো জাপানের ‘অনোডা’, তাইওয়ানের ‘মানিবয়েজ’, যুক্তরাষ্ট্রের ‘ব্লু বায়ো’, হাইতির ‘ফ্রেদা’, রাশিয়ার ‘ডেলো’, ফ্রান্সের ‘বন মেরে’, মেক্সিকোর ‘নচে দে ফুয়েগো’, আইসল্যান্ডের ‘ল্যাম্ব’, তুরস্কের ‘কমিটমেন্ট হাসান’, যুক্তরাষ্ট্রের ‘আফটার ইয়েং’, ইসরায়েলের ‘লেট দেয়ার বি মর্নিং’, রাশিয়ার ‘আনক্লিনজিং দ্য ফিস্ট’, ফ্রান্সের ‘লা ত্রাভিয়েতা মাই ব্রাদার্স অ্যান্ড আই’, বুলগেরিয়ার ‘উইমেন ডু ক্রাই’, অস্ট্রিয়ার ‘গ্রেট ফ্রিডম’, বেলজিয়াম-রোমানিয়া-মেক্সিকোর ‘লা সিভিল’, চীনের ‘গেই ওয়ার’, নরওয়ের ‘দ্য ইনোসেন্টস’ এবং বেলজিয়ামের ‘প্লে গ্রাউন্ড’।

এবার ‘আঁ সার্তে রিগা’য় বিচারকদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্রিটিশ নারী নির্মাতা আন্ড্রেয়া আর্নল্ড। তাঁর নেতৃত্বে বিচারকের আসনে আরও থাকবেন আলজেরিয়ার পরিচালক মুনিয়া মেদু, ফরাসি অভিনেত্রী এলজা জিলবারস্তাইন, আর্জেন্টাইন পরিচালক দানিয়েল বরমান ও মার্কিন পরিচালক মাইকেল অ্যাঞ্জেলো কোভিনো।

৭৪তম কান উৎসবের সমাপনী হবে কাল ১৭ জুলাই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত