বিনোদন প্রতিবেদক, ঢাকা
উৎসবের মূল পুরস্কার পাম দি’ওর–এর জন্য কম্পিটিশন বিভাগে আসে বিশ্বনন্দিত পরিচালকদের ছবি। কিন্তু এর বাইরের ছবিগুলোর প্রতিযোগিতার জন্য ‘অন্য দৃষ্টি থেকে’ বা ‘আঁ সার্তে রিগা’ ক্যাটাগরি চালু হয় ১৯৭৮ সালে। ২০টি চলচ্চিত্র স্থান পায় এখানে, পুরস্কার প্রায় ৩০ হাজার ইউরো বা প্রায় ৩০ লাখ টাকা। প্রথমবারের মতো এই ক্যাটাগরিতে স্থান পেয়েছে আজমেরি হক বাঁধন অভিনীত এবং আব্দুল্লাহ মোহাম্মদ সাদ নির্মিত বাংলাদেশের সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’। আজ সিনেমাটির ভাগ্য নির্ধারিত হবে। ঘোষণা হবে বিজয়ীর নাম।
এ প্রসঙ্গে অভিনেত্রী বাঁধন তাঁর প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, ‘আমরা যা পেয়েছি তা–ই অনেক। এত শ্রদ্ধা, এত ভালোবাসা, এত বড় বড় মানুষের সিনেমার সঙ্গে আমাদের সিনেমা প্রতিযোগিতা করছে এটাই অনেক বড় পাওয়া। যদি পুরস্কৃত হই, সেটা যেই ক্যাটাগরিতেই হোক, তার পুরো কৃতিত্ব পরিচালকের। তিনি সত্যিই মেধাবী। আমি বিশ্বাস করি একদিন অস্কার আসবে তাঁর হাত ধরে।’
প্রতিযোগিতার বাকি ১৯টি ছবি হলো জাপানের ‘অনোডা’, তাইওয়ানের ‘মানিবয়েজ’, যুক্তরাষ্ট্রের ‘ব্লু বায়ো’, হাইতির ‘ফ্রেদা’, রাশিয়ার ‘ডেলো’, ফ্রান্সের ‘বন মেরে’, মেক্সিকোর ‘নচে দে ফুয়েগো’, আইসল্যান্ডের ‘ল্যাম্ব’, তুরস্কের ‘কমিটমেন্ট হাসান’, যুক্তরাষ্ট্রের ‘আফটার ইয়েং’, ইসরায়েলের ‘লেট দেয়ার বি মর্নিং’, রাশিয়ার ‘আনক্লিনজিং দ্য ফিস্ট’, ফ্রান্সের ‘লা ত্রাভিয়েতা মাই ব্রাদার্স অ্যান্ড আই’, বুলগেরিয়ার ‘উইমেন ডু ক্রাই’, অস্ট্রিয়ার ‘গ্রেট ফ্রিডম’, বেলজিয়াম-রোমানিয়া-মেক্সিকোর ‘লা সিভিল’, চীনের ‘গেই ওয়ার’, নরওয়ের ‘দ্য ইনোসেন্টস’ এবং বেলজিয়ামের ‘প্লে গ্রাউন্ড’।
এবার ‘আঁ সার্তে রিগা’য় বিচারকদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্রিটিশ নারী নির্মাতা আন্ড্রেয়া আর্নল্ড। তাঁর নেতৃত্বে বিচারকের আসনে আরও থাকবেন আলজেরিয়ার পরিচালক মুনিয়া মেদু, ফরাসি অভিনেত্রী এলজা জিলবারস্তাইন, আর্জেন্টাইন পরিচালক দানিয়েল বরমান ও মার্কিন পরিচালক মাইকেল অ্যাঞ্জেলো কোভিনো।
৭৪তম কান উৎসবের সমাপনী হবে কাল ১৭ জুলাই।
উৎসবের মূল পুরস্কার পাম দি’ওর–এর জন্য কম্পিটিশন বিভাগে আসে বিশ্বনন্দিত পরিচালকদের ছবি। কিন্তু এর বাইরের ছবিগুলোর প্রতিযোগিতার জন্য ‘অন্য দৃষ্টি থেকে’ বা ‘আঁ সার্তে রিগা’ ক্যাটাগরি চালু হয় ১৯৭৮ সালে। ২০টি চলচ্চিত্র স্থান পায় এখানে, পুরস্কার প্রায় ৩০ হাজার ইউরো বা প্রায় ৩০ লাখ টাকা। প্রথমবারের মতো এই ক্যাটাগরিতে স্থান পেয়েছে আজমেরি হক বাঁধন অভিনীত এবং আব্দুল্লাহ মোহাম্মদ সাদ নির্মিত বাংলাদেশের সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’। আজ সিনেমাটির ভাগ্য নির্ধারিত হবে। ঘোষণা হবে বিজয়ীর নাম।
এ প্রসঙ্গে অভিনেত্রী বাঁধন তাঁর প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, ‘আমরা যা পেয়েছি তা–ই অনেক। এত শ্রদ্ধা, এত ভালোবাসা, এত বড় বড় মানুষের সিনেমার সঙ্গে আমাদের সিনেমা প্রতিযোগিতা করছে এটাই অনেক বড় পাওয়া। যদি পুরস্কৃত হই, সেটা যেই ক্যাটাগরিতেই হোক, তার পুরো কৃতিত্ব পরিচালকের। তিনি সত্যিই মেধাবী। আমি বিশ্বাস করি একদিন অস্কার আসবে তাঁর হাত ধরে।’
প্রতিযোগিতার বাকি ১৯টি ছবি হলো জাপানের ‘অনোডা’, তাইওয়ানের ‘মানিবয়েজ’, যুক্তরাষ্ট্রের ‘ব্লু বায়ো’, হাইতির ‘ফ্রেদা’, রাশিয়ার ‘ডেলো’, ফ্রান্সের ‘বন মেরে’, মেক্সিকোর ‘নচে দে ফুয়েগো’, আইসল্যান্ডের ‘ল্যাম্ব’, তুরস্কের ‘কমিটমেন্ট হাসান’, যুক্তরাষ্ট্রের ‘আফটার ইয়েং’, ইসরায়েলের ‘লেট দেয়ার বি মর্নিং’, রাশিয়ার ‘আনক্লিনজিং দ্য ফিস্ট’, ফ্রান্সের ‘লা ত্রাভিয়েতা মাই ব্রাদার্স অ্যান্ড আই’, বুলগেরিয়ার ‘উইমেন ডু ক্রাই’, অস্ট্রিয়ার ‘গ্রেট ফ্রিডম’, বেলজিয়াম-রোমানিয়া-মেক্সিকোর ‘লা সিভিল’, চীনের ‘গেই ওয়ার’, নরওয়ের ‘দ্য ইনোসেন্টস’ এবং বেলজিয়ামের ‘প্লে গ্রাউন্ড’।
এবার ‘আঁ সার্তে রিগা’য় বিচারকদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্রিটিশ নারী নির্মাতা আন্ড্রেয়া আর্নল্ড। তাঁর নেতৃত্বে বিচারকের আসনে আরও থাকবেন আলজেরিয়ার পরিচালক মুনিয়া মেদু, ফরাসি অভিনেত্রী এলজা জিলবারস্তাইন, আর্জেন্টাইন পরিচালক দানিয়েল বরমান ও মার্কিন পরিচালক মাইকেল অ্যাঞ্জেলো কোভিনো।
৭৪তম কান উৎসবের সমাপনী হবে কাল ১৭ জুলাই।
মিউজিক ট্যুরের ইতিহাসে সবচেয়ে বেশি দর্শক উপস্থিতির রেকর্ড গড়ল ব্রিটিশ রক ব্যান্ড কোল্ড প্লে। গত ২৬ জানুয়ারি ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ১ লাখ ৩৪ হাজার জন দর্শক এসেছিলেন কোল্ড প্লের কনসার্টে। এটাই এখন পর্যন্ত কোনো মিউজিক ট্যুরের কনসার্টে সবচেয়ে বেশি দর্শক উপস্থিতি। সেই সুবাদে গিনেস...
১১ ঘণ্টা আগে৩০ জানুয়ারি লন্ডনে মারা গেছেন প্রখ্যাত ব্রিটিশ সংগীতশিল্পী ও অভিনেত্রী মারিয়ান ফেইথফুল। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।
১৫ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।
১৬ ঘণ্টা আগেনেট দুনিয়ায় রাতারাতি সেনসেশন বনে যাওয়া এ তরুণী বর্তমানে আলোচনার কেন্দ্রে। বলিউড অভিনেত্রী কঙ্গনাও তাঁর রূপের প্রশংসায় পঞ্চমুখ। কুম্ভ মেলায় এসে ভাগ্য খুলে গেল তাঁর। শোনা যাচ্ছে...
১৬ ঘণ্টা আগে