নিত্যপণ্যে নাভিশ্বাস ভোক্তার
‘চাল, ডাল, আটা, আলু, পেঁয়াজ, তেল, সাবান যেটা কিনত যাই, ওটারওই দাম বাড়াইল। দুই দিন বাদে বাদে তাঁরা দাম বাড়াইন। এক সপ্তাহর মধ্যে তিন দরে আলু কিনছি। একদিন ১২ টেকা, একদিন ১৫ টেকা, একদিন ২০ টেকা। দাম বাড়ছে কেনে দোকানদাররে জিগাইলে কইন, ইটা মুন্সিগঞ্জি আলু, ইটা রংপুরি আলু এর লাগি দাম বাড়ছে। পেঁয়াজ কিনতা গে