সংকটের অজুহাতে বাড়ছে দাম
সিলেট নগরীর আম্বরখানা এলাকার একটি মুদি দোকানে সয়াবিন তেল কিনতে গিয়েছেন দবির আহমদ। তিনি পাঁচ লিটার তেল চাইলে দোকানদার তাঁকে এক লিটার তেল দিলেন। কারণ জানতে চাইলে দোকানদার তাঁকে বলেন, পাঁচ লিটার তেলের মজুত নেই। তাই এক লিটারের বোতল দিয়েছেন। কেন নেই-জানতে চাইলে দোকানদারের সোজাসাপ্টা উত্তর, দুদিন ধরে ডিলা