শত শিশুর কণ্ঠে বঙ্গবন্ধুর ভাষণ
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে গতকাল সোমবার সিলেটে শত শিশুর কণ্ঠে ধ্বনিত হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ। অন্যদিকে জেলার গোয়াইনঘাট, বিয়ানীবাজার, কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্মমাল্য অর্পণসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।