শাকিলা ববি, সিলেট
সিলেটে সক্রিয় হয়ে উঠেছে নকল স্বর্ণ প্রতারক চক্রের সদস্যরা। গত কয়েক মাস ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হাতে ধরা পড়েছে এ চক্রের বেশ কয়েকজন সদস্য। গত শনিবার দুপুরেও হুমায়ুন রশীদ চত্বরে নকল স্বর্ণের বার দেখিয়ে প্রতারণার অভিযোগে চক্রের এক সদস্যকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯
র্যাব জানায়, গত শনিবার দুপুরে মনাই নামের এক ব্যক্তি ব্যক্তিগত কাজ শেষে দক্ষিণ সুরমা যাওয়ার জন্য নগরীর হুমায়ুন রশীদ চত্বর থেকে রিকশায় ওঠেন। এ সময় রিকশাচালক আরেকজন যাত্রীকে (প্রতারক আনিছুর) রিকশায় তুলে নেন। মনাইকে আনিছুর একটি ছোট গোলাপি রঙের মোড়ানো কাগজ খুলে নকল স্বর্ণের বার দেখিয়ে বিক্রির প্রস্তাব দেন।
মনাই প্রস্তাবে রাজি না হওয়ায় আনিছুর তাঁকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেন। প্রতারণার বিষয়টি টের পেয়ে মনাই চিৎকার শুরু করেন। চিৎকার শুনে কাছাকাছি থাকা র্যাব ৯-এর একটি দল পৌঁছালে আনিছুর কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।
এ সময় র্যাবের সদস্যরা আনিছুরকে আটক করেন এবং তাঁর দেহ তল্লাশি করে গোলাপি রঙের কাগজে মোড়ানো একটি নকল স্বর্ণের বার সাদৃশ্য দণ্ড জব্দ করেন। পরে তাঁর কাছ থেকে ১৪ হাজার ৯০০ টাকাও জব্দ করা হয়। আনিছুর চাঁদপুরের কচুয়া উপজেলার খিলা ভূঁইয়াবাড়ি গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে।
সিলেট মহানগর পুলিশ সূত্রে জানা গেছে, এর আগে গত ৬ ফেব্রুয়ারি সুনামগঞ্জের শাল্লা উপজেলার আনন্দপুর গ্রামের হরিমোহন রায়ের স্ত্রী জয়ন্তী রানী রায় ও মেয়ে পপি রানী রায় কুমারগাঁও বাসস্ট্যান্ড থেকে সিএনজিচালিত অটোরিকশায় সিলেট নগরীর মির্জাজাঙ্গালে তাঁদের বাসায় ফিরছিলেন। ওই সময় অটোরিকশাটিতে চালক ও যাত্রীবেশী প্রতারক সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের মুরাদ আহমদ জয়ন্তী রানীর সঙ্গে গল্প শুরু করেন। একপর্যায়ে মুরাদ জানান, তাঁর কাছে ২২ ক্যারেটের একটি স্বর্ণের বার আছে, কিন্তু বৈধ কাগজপত্র না থাকায় তিনি এটি বিক্রি করতে পারছেন না। জয়ন্তী লোভে পড়ে তাঁর ও মেয়ের কাছে থাকা স্বর্ণালংকার দিয়ে স্বর্ণের বারটি নেন। বাসায় ফেরার পর প্রতারণার বিষয়টি টের পান।
পরে গত ১৯ ফেব্রুয়ারি নগরীর বাগবাড়ি বর্ণমালা পয়েন্টে সিএনজিচালিত অটোরিকশায় প্রতারক মুরাদকে দেখতে পান প্রতারিতরা। তখন ‘৯৯৯’-এ ফোন দিয়ে অটোরিকশাটি ধাওয়া করে মুরাদকে আটক করা হয়। এ সময় তাঁর আরও তিন সহযোগী পালিয়ে যায়। মুরাদের কাছ থেকে একটি নকল স্বর্ণের বার উদ্ধার করে পুলিশ।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার সোমেন মজুমদার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আনিছুর স্বীকার করেন যে তিনি দীর্ঘদিন ধরে এভাবে প্রতারণা করে আসছেন।
মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের বলেন, ‘কদমতলী বাসস্ট্যান্ড, রেলস্টেশন এলাকায় ওই প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে। আমরা ওই সব এলাকার দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের এ ব্যাপারে সতর্ক থাকতে বলেছি। বিশেষ করে ভোরে যখন বাস বা ট্রেনের যাত্রীরা আসেন তখন ওই সব এলাকায় নজরদারি বাড়াতে নির্দেশনা দেওয়া হয়েছে।’
সিলেটে সক্রিয় হয়ে উঠেছে নকল স্বর্ণ প্রতারক চক্রের সদস্যরা। গত কয়েক মাস ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হাতে ধরা পড়েছে এ চক্রের বেশ কয়েকজন সদস্য। গত শনিবার দুপুরেও হুমায়ুন রশীদ চত্বরে নকল স্বর্ণের বার দেখিয়ে প্রতারণার অভিযোগে চক্রের এক সদস্যকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯
র্যাব জানায়, গত শনিবার দুপুরে মনাই নামের এক ব্যক্তি ব্যক্তিগত কাজ শেষে দক্ষিণ সুরমা যাওয়ার জন্য নগরীর হুমায়ুন রশীদ চত্বর থেকে রিকশায় ওঠেন। এ সময় রিকশাচালক আরেকজন যাত্রীকে (প্রতারক আনিছুর) রিকশায় তুলে নেন। মনাইকে আনিছুর একটি ছোট গোলাপি রঙের মোড়ানো কাগজ খুলে নকল স্বর্ণের বার দেখিয়ে বিক্রির প্রস্তাব দেন।
মনাই প্রস্তাবে রাজি না হওয়ায় আনিছুর তাঁকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেন। প্রতারণার বিষয়টি টের পেয়ে মনাই চিৎকার শুরু করেন। চিৎকার শুনে কাছাকাছি থাকা র্যাব ৯-এর একটি দল পৌঁছালে আনিছুর কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।
এ সময় র্যাবের সদস্যরা আনিছুরকে আটক করেন এবং তাঁর দেহ তল্লাশি করে গোলাপি রঙের কাগজে মোড়ানো একটি নকল স্বর্ণের বার সাদৃশ্য দণ্ড জব্দ করেন। পরে তাঁর কাছ থেকে ১৪ হাজার ৯০০ টাকাও জব্দ করা হয়। আনিছুর চাঁদপুরের কচুয়া উপজেলার খিলা ভূঁইয়াবাড়ি গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে।
সিলেট মহানগর পুলিশ সূত্রে জানা গেছে, এর আগে গত ৬ ফেব্রুয়ারি সুনামগঞ্জের শাল্লা উপজেলার আনন্দপুর গ্রামের হরিমোহন রায়ের স্ত্রী জয়ন্তী রানী রায় ও মেয়ে পপি রানী রায় কুমারগাঁও বাসস্ট্যান্ড থেকে সিএনজিচালিত অটোরিকশায় সিলেট নগরীর মির্জাজাঙ্গালে তাঁদের বাসায় ফিরছিলেন। ওই সময় অটোরিকশাটিতে চালক ও যাত্রীবেশী প্রতারক সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের মুরাদ আহমদ জয়ন্তী রানীর সঙ্গে গল্প শুরু করেন। একপর্যায়ে মুরাদ জানান, তাঁর কাছে ২২ ক্যারেটের একটি স্বর্ণের বার আছে, কিন্তু বৈধ কাগজপত্র না থাকায় তিনি এটি বিক্রি করতে পারছেন না। জয়ন্তী লোভে পড়ে তাঁর ও মেয়ের কাছে থাকা স্বর্ণালংকার দিয়ে স্বর্ণের বারটি নেন। বাসায় ফেরার পর প্রতারণার বিষয়টি টের পান।
পরে গত ১৯ ফেব্রুয়ারি নগরীর বাগবাড়ি বর্ণমালা পয়েন্টে সিএনজিচালিত অটোরিকশায় প্রতারক মুরাদকে দেখতে পান প্রতারিতরা। তখন ‘৯৯৯’-এ ফোন দিয়ে অটোরিকশাটি ধাওয়া করে মুরাদকে আটক করা হয়। এ সময় তাঁর আরও তিন সহযোগী পালিয়ে যায়। মুরাদের কাছ থেকে একটি নকল স্বর্ণের বার উদ্ধার করে পুলিশ।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার সোমেন মজুমদার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আনিছুর স্বীকার করেন যে তিনি দীর্ঘদিন ধরে এভাবে প্রতারণা করে আসছেন।
মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের বলেন, ‘কদমতলী বাসস্ট্যান্ড, রেলস্টেশন এলাকায় ওই প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে। আমরা ওই সব এলাকার দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের এ ব্যাপারে সতর্ক থাকতে বলেছি। বিশেষ করে ভোরে যখন বাস বা ট্রেনের যাত্রীরা আসেন তখন ওই সব এলাকায় নজরদারি বাড়াতে নির্দেশনা দেওয়া হয়েছে।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫