Ajker Patrika

নির্বাচনে ২ প্যানেলের প্রার্থী তালিকা চূড়ান্ত

শাবিপ্রবি প্রতিনিধি
আপডেট : ১১ মার্চ ২০২২, ১৩: ৫৩
নির্বাচনে ২ প্যানেলের প্রার্থী তালিকা চূড়ান্ত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাচনে ২ প্যানেলের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। ২১ মার্চ শাবি ক্লাবে ভোট গ্রহণ করা হবে। গতকাল বৃহস্পতিবার উপপরীক্ষা নিয়ন্ত্রক ও প্রধান নির্বাচন কমিশনার মো. আবু ইউসুফ বিষয়টি নিশ্চিত করেন।

নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ প্যানেলে সভাপতি পদে এ এস এম খয়রুল আক্তার চৌধুরী, সহসভাপতি পদে সেবিকা সুলতানা, সাধারণ সম্পাদক পদে মো. রবিউল ইসলাম, সহসাধারণ সম্পাদক পদে মো. আবুল কালাম চৌধুরী, কোষাধ্যক্ষ মোহাম্মদ মঈনুল হক এবং কার্যনির্বাহী সদস্য পদে মো. মুজিবুর রহমান, মো. তাজিম উদ্দিন, মো. ফখর উদ্দিন, জয়নাল আহমদ চৌধুরী, মোহাম্মদ আশরাফুল হক, মো. সিরাজুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করবেন।

অন্যদিকে ইউনুস-পারভেজ প্যানেলে সভাপতি পদে মো. ইউনুস আলী, সহসভাপতি পদে এমরান আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক পদে মখলিছুর রহমান পারভেজ, সহসাধারণ সম্পাদক পদে সাহেদ আহমদ, কোষাধ্যক্ষ পদে আবু সিনা হাসান জামী এবং কার্যনির্বাহী সদস্য পদে মো. জয়নাল ইসলাম চৌধুরী, সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির, মোহাম্মদ মুর্শেদ আহমদ, আহমদ মাহবুব ফেরদৌসী, এ কে এম জাকির হোসেন ও মো. মাহফুজুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত