Ajker Patrika

নিজেদের সংস্কৃতি তুলে ধরলেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিল্পীরা

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ২৭
নিজেদের সংস্কৃতি তুলে ধরলেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিল্পীরা

কোম্পানীগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আয়োজিত অনুষ্ঠানে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায় তাদের নিজস্ব সংস্কৃতি ও কৃষ্টি তুলে ধরেছে। গত সোমবার উপজেলার বালুচর গ্রামে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং। প্রধান বক্তা ছিলেন গোয়াইনঘাট সার্কেলের এএসপি প্রবাস কুমার সিংহ।

বীর মুক্তিযোদ্ধা দীনমনি সিংহের সভাপতিত্বে ও ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায় নেতা কাজল সিংহের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজদ, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অখিল চন্দ্র বিশ্বাস, পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর আলম, ছাতক উপজেলা ক্ষুদ্র নৃগোষ্ঠী কল্যাণ সমিতির সভাপতি নিশিকান্ত সিংহ, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল আলম। শুরুতে পবিত্র গীতা পাঠ করেন সাগরিকা সিনহা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত