‘আর কত দিন গেলে তাগো হুঁশ হইব’
এক-দুদিন নয়, চলছে টানা ১০ দিন। খেয়ে না-খেয়ে পড়ে আছেন দুটি পোশাক কারখানার প্রায় এক হাজার শ্রমিক। কারও ছয় মাস, কারও নয় মাস ধরে বেতন বাকি। এর মধ্যে আবার হয়ে পড়েছেন বেকার, বন্ধ হয়ে গেছে কারখানা। সেই বকেয়া বেতনের দাবিতেই বিজয়নগর শ্রম ভবনের সামনে তাঁদের অবস্থান।