নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পাটকাঠির মতো শুকিয়ে যাওয়া দুই পায়ে ব্যান্ডেজ সোহেল রানার। সঙ্গী শাহিনেরও এক হাত অচল। এ অবস্থায় কী করে জনসমুদ্র ঠেলে ট্রেনে উঠবেন, ভেবে পাচ্ছিলেন না। তাই কমলাপুর স্টেশনের বাইরে রাজ্যের হতাশা নিয়ে বসে ছিলেন। কিন্তু দেবদূতের মতো দুজন এসে তাঁদের তুলে দেন রাজশাহী লোকালে।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে পরিবহন মালিক-শ্রমিকদের ডাকা ধর্মঘট গতকাল শুক্রবার সকাল ৬টা থেকে শুরু হয়েছে। ফলে রাজধানী থেকে দূরপাল্লার বাস ছাড়েনি। এমনকি রাজধানীতেও বাস না চলায় বিপাকে পড়েন সাধারণ যাত্রীরা। এদিকে ঘর থেকে বের হওয়া দূরপাল্লার যাত্রীরা ভিড় করেন কমলাপুর স্টেশনে। ফলে কমলাপুর স্টেশন জনসমুদ্রে রূপ নেয়।
সোহেল পেশায় অটোচালক। দুর্ঘটনায় তাঁর দুই পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। চিকিৎসা চলছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। অপারেশন করতে দরকার পাঁচ ব্যাগ রক্ত ও বেশ কিছু টাকা। কিন্তু কোনোভাবেই রক্ত ও টাকা জোগাড় করতে না পারায় ফিরছেন গাজীপুরের ভাড়া বাড়িতে। তাঁদের বাড়ি ময়মনসিংহে।
এদিকে, বারবার মাইকে ঘোষণা করা হচ্ছে আগামী সাত তারিখ পর্যন্ত কোনো ট্রেনের টিকিট নেই। তবু কমলাপুর রেলস্টেশনে টিকিট কাউন্টারের সামনে হাজারো মানুষের ভিড়। তবে লোকাল ও কমিউটার ট্রেনে স্ট্যান্ডিং টিকিট পেয়েছেন যৎসামান্য সৌভাগ্যবান।
গতকাল যাত্রীর চাপ দেখে কমিউটার ট্রেনগুলো (চুক্তিভিত্তিক) স্ট্যান্ডিং টিকিট বিক্রি করেছে। সেখানেও হামলে পড়েন যাত্রীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থী নিখিল পোদ্দার টিটিইকে অনেক অনুরোধের পর একটি স্ট্যান্ডিং টিকিট পেয়েছেন। তবে ৩৬০ টাকার টিকিটে তিনি যেতে পারবেন ঈশ্বরদী বাইপাস পর্যন্ত।
নিখিল বলেন, কয়েক ঘণ্টার মধ্যে সবকিছু বদলে গেল। সময়মতো পৌঁছাতে না পারলে পরীক্ষা দিতে পারব না। পরীক্ষা দিতে না পারলে এত দিনের পরিশ্রম বৃথা যাবে। রাজশাহীর পরীক্ষা শেষ করে আবার জাহাঙ্গীরনগরের পরীক্ষা ধরতে হবে। এখন কীভাবে কী হবে, ভাবতে পারছেন না।
স্ট্যান্ডিং টিকিট বিক্রি করা পাঁচ-সাতজন টিটিইর একজন কমল। সিল্কসিটির টিটিই দাবি করে তিনি বলেন, আমরা পরীক্ষার্থী ও ঘরে ফেরা মানুষের ভোগান্তির কথা চিন্তা করে বিশেষ বিবেচনায় স্ট্যান্ডিং টিকিট দিচ্ছি। রেলওয়ের ন্যূনতম ভাড়া হিসাব করে ভাড়া নিচ্ছি।
কমলাপুর স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, কোনো বিশেষ ট্রেনসেবা নেই এবং স্ট্যান্ডিং টিকিটও ছাড়া হয়নি।
কমলাপুরের স্টেশন মাস্টার আফছার উদ্দীন বলেন, বাস ধর্মঘটের কারণে আজ (শুক্রবার) যাত্রীর সংখ্যা বেশি। স্ট্যান্ডিং টিকিট বিক্রির বিষয়ে তিনি বলেন, কিছু ট্রেন চুক্তিভিত্তিক চলে, সেগুলোর স্টাফরা স্ট্যান্ডিং টিকিট বিক্রি করেছেন।
পাটকাঠির মতো শুকিয়ে যাওয়া দুই পায়ে ব্যান্ডেজ সোহেল রানার। সঙ্গী শাহিনেরও এক হাত অচল। এ অবস্থায় কী করে জনসমুদ্র ঠেলে ট্রেনে উঠবেন, ভেবে পাচ্ছিলেন না। তাই কমলাপুর স্টেশনের বাইরে রাজ্যের হতাশা নিয়ে বসে ছিলেন। কিন্তু দেবদূতের মতো দুজন এসে তাঁদের তুলে দেন রাজশাহী লোকালে।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে পরিবহন মালিক-শ্রমিকদের ডাকা ধর্মঘট গতকাল শুক্রবার সকাল ৬টা থেকে শুরু হয়েছে। ফলে রাজধানী থেকে দূরপাল্লার বাস ছাড়েনি। এমনকি রাজধানীতেও বাস না চলায় বিপাকে পড়েন সাধারণ যাত্রীরা। এদিকে ঘর থেকে বের হওয়া দূরপাল্লার যাত্রীরা ভিড় করেন কমলাপুর স্টেশনে। ফলে কমলাপুর স্টেশন জনসমুদ্রে রূপ নেয়।
সোহেল পেশায় অটোচালক। দুর্ঘটনায় তাঁর দুই পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। চিকিৎসা চলছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। অপারেশন করতে দরকার পাঁচ ব্যাগ রক্ত ও বেশ কিছু টাকা। কিন্তু কোনোভাবেই রক্ত ও টাকা জোগাড় করতে না পারায় ফিরছেন গাজীপুরের ভাড়া বাড়িতে। তাঁদের বাড়ি ময়মনসিংহে।
এদিকে, বারবার মাইকে ঘোষণা করা হচ্ছে আগামী সাত তারিখ পর্যন্ত কোনো ট্রেনের টিকিট নেই। তবু কমলাপুর রেলস্টেশনে টিকিট কাউন্টারের সামনে হাজারো মানুষের ভিড়। তবে লোকাল ও কমিউটার ট্রেনে স্ট্যান্ডিং টিকিট পেয়েছেন যৎসামান্য সৌভাগ্যবান।
গতকাল যাত্রীর চাপ দেখে কমিউটার ট্রেনগুলো (চুক্তিভিত্তিক) স্ট্যান্ডিং টিকিট বিক্রি করেছে। সেখানেও হামলে পড়েন যাত্রীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থী নিখিল পোদ্দার টিটিইকে অনেক অনুরোধের পর একটি স্ট্যান্ডিং টিকিট পেয়েছেন। তবে ৩৬০ টাকার টিকিটে তিনি যেতে পারবেন ঈশ্বরদী বাইপাস পর্যন্ত।
নিখিল বলেন, কয়েক ঘণ্টার মধ্যে সবকিছু বদলে গেল। সময়মতো পৌঁছাতে না পারলে পরীক্ষা দিতে পারব না। পরীক্ষা দিতে না পারলে এত দিনের পরিশ্রম বৃথা যাবে। রাজশাহীর পরীক্ষা শেষ করে আবার জাহাঙ্গীরনগরের পরীক্ষা ধরতে হবে। এখন কীভাবে কী হবে, ভাবতে পারছেন না।
স্ট্যান্ডিং টিকিট বিক্রি করা পাঁচ-সাতজন টিটিইর একজন কমল। সিল্কসিটির টিটিই দাবি করে তিনি বলেন, আমরা পরীক্ষার্থী ও ঘরে ফেরা মানুষের ভোগান্তির কথা চিন্তা করে বিশেষ বিবেচনায় স্ট্যান্ডিং টিকিট দিচ্ছি। রেলওয়ের ন্যূনতম ভাড়া হিসাব করে ভাড়া নিচ্ছি।
কমলাপুর স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, কোনো বিশেষ ট্রেনসেবা নেই এবং স্ট্যান্ডিং টিকিটও ছাড়া হয়নি।
কমলাপুরের স্টেশন মাস্টার আফছার উদ্দীন বলেন, বাস ধর্মঘটের কারণে আজ (শুক্রবার) যাত্রীর সংখ্যা বেশি। স্ট্যান্ডিং টিকিট বিক্রির বিষয়ে তিনি বলেন, কিছু ট্রেন চুক্তিভিত্তিক চলে, সেগুলোর স্টাফরা স্ট্যান্ডিং টিকিট বিক্রি করেছেন।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫