রাজারবাগের পীর দিল্লুরকে গ্রেপ্তারের দাবি
‘আমরা সকালবেলা দেখতাম, তারা জায়গা মাপে, কোথায় দোকান দেবে, কোথায় কী করবে সেই পরিকল্পনা করে। আমার স্বামী আর ছেলে তাদের বিরুদ্ধে হওয়া মিথ্যা মামলার ভয়ে পালিয়ে বেড়াত, আমার সংসারটাই তারা শেষ করে দিয়েছে।’ রাজারবাগের পীর দিল্লুর রহমান ও তাঁর মুরিদদের কাণ্ড-কীর্তিতে সৃষ্ট ভোগান্তির কথা এভাবেই বলছিলেন আশুলিয়