Ajker Patrika

ফস্টারে আটকে আছে ৪০০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ১৬: ৩৭
ফস্টারে আটকে আছে ৪০০ কোটি টাকা

এসক্রো সেবাদাতা প্রতিষ্ঠান ফস্টারে আটকে থাকা টাকা ফিরিয়ে দেওয়াসহ চার দফা দাবি জানিয়েছে কিউকম ভুক্তভোগীরা। গতকাল মঙ্গলবার শাহবাগে কিউকম কাস্টমার অ্যাসোসিয়েশন (কিউসিএ) আয়োজিত এক মানববন্ধন থেকে দাবিগুলো তুলে ধরা হয়। এ সময় ভুক্তভোগী গ্রাহকেরা ১০ দিনের মধ্যে ফস্টারের ব্যাংক হিসাব সচল করা না হলে আমরণ অনশনের হুমকি দেন।

কিউসিএর সভাপতি মোহাম্মদ জেসি বলেন, ‘ফস্টার স্বীকার করেছে, কিউকমের প্রায় ৪০০ কোটি টাকা তাদের কাছে আছে। কিন্তু বাংলাদেশ ব্যাংক ফস্টারের অ্যাকাউন্ট ফ্রিজ করে রেখেছে, কিওকমের মালিকও জেলে। আমরা টাকাগুলো পাচ্ছি না।’

মানববন্ধনে বক্তৃতাকালে আরেক ভুক্তভোগী আব্দুল আজিজ বলেন, ‘কিউকমে আমার ১০ লাখ টাকা আটকে আছে। আমরা ফস্টারের মাধ্যমে টাকা দিয়েছিলাম। ফস্টার আমাদের রিফান্ডও দিচ্ছিল। কিন্তু হঠাৎ তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করা হলো। কিউকমের মালিককেও জেলে ঢোকানো হইছে। আমরা এখন টাকা পাব কেমনে?’

টাকা ফেরত পাওয়ার জন্য ফস্টারকে নজরদারির মধ্যে রেখে অ্যাকাউন্ট খুলে দেওয়ার দাবি জানান ভুক্তভোগীরা।

আবদুর রহিম নামের এক ভুক্তভোগী বলেন, ‘বাণিজ্য মন্ত্রণালয় নীতিমালা দেওয়ার পর আমরা কিউকমে বিনিয়োগ করেছি। তাহলে আমরা এখন কী কারণে টাকা পাচ্ছি না।’

গ্রাহকেরা অভিযোগ করে বলেন, ‘পেমেন্ট গেটওয়ে টাকা আটকে রেখেছে। সেটা উদ্ধারের ব্যবস্থা না করে কিউকমের মালিকদের জেলে ঢোকানো হলো। তাহলে আমাদের টাকা দেবে কে?’

মানববন্ধনে আসা ভুক্তভোগীদের চার দফা দাবিগুলো হলো— ফস্টারকে বাংলাদেশ ব্যাংক তাদের নজরে রেখে গ্রাহকের টাকা ফেরত দেওয়ার জন্য অনুমতি দেওয়া; আইনি নজরে রেখে রিপন মিয়াকে ব্যবসা পরিচালনা করতে দেওয়া এবং দ্রুত মুক্তি দেওয়া, আইনি কাঠামোর মাধ্যমে কিউকমকে ব্যবসা পরিচালনা করতে দেওয়া; ফস্টারে কিউকম গ্রাহকদের আটকানো টাকা ৭ থেকে ১০ দিনের মধ্যে ফিরিয়ে দেওয়া এবং ফস্টারের সিস্টেম অটোমেশন করা।

অনলাইন প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে কিউকমের মালিক রিপন মিয়া বর্তমানে কারাগারে আছেন। গত ৪ অক্টোবর তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকেই দফায় দফায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন কিউকম ভুক্তভোগীরা। এর মধ্যে রাজধানীর লালবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রিপন মিয়া ও প্রতিষ্ঠানটির হেড অব সেলস (কমিউনিকেশন অ্যান্ড পাবলিক রিলেশন) অফিসার হ‌ুমায়ূন কবির ওরফে আরজে নিরবকে দফায় দফায় রিমান্ডে নেওয়া হয়েছে।

মামলার আবেদনে বলা হয়েছে, আসামিরা কিউকম ডটকম পরিচালনার অনলাইন শপিংয়ে ডিজিটাল জালিয়াতি করতে ধামাকা বিগ বিলিয়ন রিটার্ন অফারে পণ্যের ওপর ৩৯ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট অফারসহ অসংখ্য অফার দিয়ে ডিজিটাল প্রতারণা করে হাজার হাজার গ্রাহকের শত শত কোটি টাকা আত্মসাৎ করেছেন। গ্রাহকদের প্রলোভন দেখিয়ে আকৃষ্ট করে তাদের অর্ডারকৃত পণ্য সরবরাহ করেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত