দিনে অন্য কাজ রাতে তারা গ্যাং
‘মোহাম্মদপুরের পোলাপান, যা করি তা টোকেন ছাড়াই ওপেন, মোহাম্মদপুরের পোলা বাজান, আমি একাই এক শ ও গেঞ্জাম করার আগে ভাইবা লইয়েন’—এমন সব প্রচার চালিয়ে ছিনতাই ও চাঁদাবাজি করত ‘ভাইব্বা ল কিং’ কিশোর গ্যাংয়ের সদস্যরা। এ চক্রের সদস্যরা দিনে অটোরিকশাচালক, দোকানের কর্মচারী, নির্মাণশ্রমিক ও অফিসের পিয়ন।