Ajker Patrika

গণপরিবহনের জ্বালানির তথ্য চায় সংসদীয় কমিটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১৩: ৪২
গণপরিবহনের জ্বালানির তথ্য চায় সংসদীয় কমিটি

গণপরিবহনে কোন জ্বালানি, কী পরিমাণে ব্যবহৃত হচ্ছে, তা জানতে চেয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। প্রকৃত তথ্য-উপাত্ত জানতে মন্ত্রণালয়কে এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে। গতকাল সোমবার জাতীয় সংসদের স্থায়ী কমিটির বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়।

বৈঠক সূত্র জানায়, এর আগে গ্যাসের দাম বাড়ায় সারা দেশে পরিবহন ধর্মঘট ডাকা হয়েছিল। এবার ডিজেলের দাম বাড়ায়ও পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। মানুষ ভোগান্তিতে পড়েছে। কোন গণপরিবহন কী জ্বালানিতে চলছে, তার একটি হিসাব বের করার দাবি ওঠে বৈঠকে।

কমিটি মনে করে, সরকারের কাছে সঠিক তথ্য থাকলে গ্যাস ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে গণপরিবহনে কেমন প্রভাব পড়তে পারে, সেই সম্পর্কে আগাম ধারণা থাকবে।

এ বিষয়ে জানতে চাইলে কমিটির সভাপতি ওয়াসিকা আয়শা খান আজকের পত্রিকাকে বলেন, ‘পরিবহনের বিভিন্ন প্রকার জ্বালানি ব্যবহারসংক্রান্ত তথ্য সরকারের কাছে থাকা জরুরি বলে মনে করি।’

বৈঠকে উপস্থিত ছিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, নুরুল ইসলাম তালুকদার, আসলাম হোসেন সওদাগর, খালেদা খানম এবং নার্গিস রহমান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত