Ajker Patrika

মশক নিয়ন্ত্রণে ডিএসসিসির তোড়জোড়

বাসস, ঢাকা
আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১১: ৫৯
মশক নিয়ন্ত্রণে ডিএসসিসির তোড়জোড়

মশক নিয়ন্ত্রণে আধুনিক যন্ত্রপাতি ও প্রশিক্ষিত জনবল নিয়ে আরও সজ্জিত হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস গতকাল মঙ্গলবার নগর ভবনে তাঁর কার্যালয়ে এক সাক্ষাৎকারে বলেন, ‘গত বছরের ১৬ মে করোনা ও ডেঙ্গু মহামারির মধ্যে দায়িত্ব গ্রহণের পর আমি প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মশার উপদ্রব নিয়ন্ত্রণে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছি এবং এর জন্য সামগ্রিক কর্মপরিকল্পনায় রদবদল এনেছি।’

ডিএসসিসির মেয়র বলেন, কর্মপরিকল্পনা অনুযায়ী ডিএসসিসিকে প্রয়োজনীয় প্রশিক্ষিত জনবল, আধুনিক মেশিনারিজ এবং পর্যাপ্ত ভালোমানের কীটনাশক সংগ্রহের ব্যবস্থা করা হচ্ছে। সময়োপযোগী ও তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের ফলে আমরা সফলতা পেয়েছি। নগরবাসী ২০১৯-এর শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে বেরিয়ে এসে এখন স্বস্তির নিশ্বাস নিতে পারছে।’

তাপস বলেন, দায়িত্ব নেওয়ার পর বছরব্যাপী সমন্বিত মশক নিয়ন্ত্রণ কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে অ্যাডাল্টিসাইডিং কর্মকাণ্ডে ৩৭৫টি নতুন ফগার মেশিন, লার্ভিসাইডিং কর্মকাণ্ডে ৪ শ নতুন হ্যান্ড-স্প্রে মেশিনসহ নানা জিনিস কেনা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত