লাভের আশায় তামাকে ঝোঁক
‘বছর বছর আবাদোদ কতই ক্ষতি করি! ধান, গম, ভুট্টা আবাদ করি তো পোষায় না। খালি খরচ আর খরচ। আবাদের খরচ তোলা যায় না। তাই এবারকা আলার (তামাক) আবাদ করচো। অফিসের স্যারেরা কচে এই আবাদে অনেক লাভ হবি। সেই জন্যে আলার বীজ নিয়ে আসি আবাদ করোচো।’