Ajker Patrika

পুকুরে ট্রাক্টর পড়ে চালক নিহত

মিঠাপুকুর প্রতিনিধি
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১২: ৪৬
পুকুরে ট্রাক্টর পড়ে চালক নিহত

মিঠাপুকুরে ট্রাক্টর উল্টে পুকুরে পড়ে চালকের মৃত্যু ও তাঁর সহকারী আহত হয়েছেন।

গতকাল সোমবার উপজেলার পশ্চিম ফরিদপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত চালকের নাম উজ্জ্বল কুমার (২০)। তিনি উপজেলার বড়হযরতপুর ইউনিয়নের নানকর মুরাদপুর গ্রামের পুরোমত কুমারের ছেলে। আহত ব্যক্তির রাম রাজিবুল মিয়া।

উপজেলা সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা রবিউল ইসলাম জানান, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় ট্রাক্টরটি সড়কের পাশে একটি পুকুরে উল্টে পড়ে। এ ঘটনায় চালক উজ্জ্বল পানির তলে ট্রাক্টরের নিচে চাপা পড়ে। খবর পেয়ে দমকল বাহিনীর একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় ট্রাক্টরের তলে চাপা পড়া চালক উজ্জ্বলের মরদেহ উদ্ধার করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত