Ajker Patrika

৫ বিদ্রোহী নিয়ে চাপে বদরগঞ্জ আ.লীগ

আশরাফুল আলম আপন, বদরগঞ্জ
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১২: ৪৫
৫ বিদ্রোহী নিয়ে চাপে বদরগঞ্জ আ.লীগ

বদরগঞ্জে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিদ্রোহী পাঁচ চেয়ারম্যান প্রার্থীকে নিয়ে চাপে পড়েছে আওয়ামী লীগ। তাঁরা মনোনয়নপত্র প্রত্যাহার না করলে সংশ্লিষ্ট ইউনিয়নগুলোতে নৌকার প্রার্থীদের জয় কঠিন হয়ে যাবে। খোদ উপজেলা আওয়ামী লীগ নেতা-কর্মীদের মধ্যে এমন ধারণা তৈরি হয়েছে।

উপজেলার ১০ ইউপি নির্বাচনের মধ্যে চারটিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে বিদ্রোহী প্রার্থী হয়েছেন পাঁচজন। তাঁরা দলের মনোনয়ন না পেয়ে গত ২৫ নভেম্বর স্বতন্ত্র প্রার্থী হিসেবে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। এখন তাঁরা নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন।

বিদ্রোহী প্রার্থীদের হাত-পা ধরে হলেও মনোনয়নপত্র প্রত্যাহারের ব্যবস্থা করার কথা বলেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু। গত শুক্রবার সন্ধ্যায় বদরগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত দলের বিশেষ বর্ধিত সভায় তিনি এই কথা বলেন।

রেজাউল বলেন, ‘৬ ডিসেম্বরের মধ্যে বিদ্রোহী প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের ব্যবস্থা নিতে হবে। এটা করতে না পারলে তা হবে উপজেলা আওয়ামী লীগের ব্যর্থতা। এর দায় স্থানীয় নেতাদের নিতে হবে। আর বিদ্রোহী প্রার্থী এবং নৌকার বিপক্ষে যাঁরা নির্বাচন করবেন তাঁদের দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে।’

উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, চেয়ারম্যান পদের জন্য ১০ ইউনিয়নের মধ্যে পাঁচ ইউনিয়নে আওয়ামী লীগের একক এবং অন্য পাঁচটিতে ১৯ জন মনোনয়ন প্রত্যাশীর নাম কেন্দ্রে পাঠানো হয়েছিল। ২২ নভেম্বর আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় ১০ মনোনয়ন চূড়ান্ত করে নাম ঘোষণা করা হয়।

দল না করার অভিযোগে পরে গোপালপুর ইউনিয়নে ছামসুল হকের নাম পরিবর্তন করে বিদ্যুৎ নামে আওয়ামী লীগের এক নেতাকে মনোনয়ন দেওয়া হয়। আর কুতুবপুরে দলীয় মনোনয়ন পাওয়া আতিয়ার রহমান দুলু অসুস্থতার কারণে নির্বাচন করতে অপারগতা প্রকাশ করলে টিকিট ইটভাটা ব্যবসায়ী সামছুল হককে দেওয়া হয়।

দলীয় মনোনয়ন না পাওয়ার ক্ষোভে বিদ্রোহী প্রার্থী হয়েছেন গোপালপুরে ছামসুল হক, লোহানীপাড়ায় বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী, গোপীনাথপুরে ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সুমন, রাধানগর ইউনিয়নে আওয়ামী লীগ সদস্য আবু বক্কর সিদ্দিক ও বর্তমান চেয়ারম্যান সাখাওয়াত হোসেন হিরা এবং দামোদরপুরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক আলাল।

স্থানীয় আওয়ামী লীগের একাধিক নেতা এবং ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে, চার ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী না থাকলে ২৬ ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের জয় সহজ হবে। আজ ৬ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। আজকের মধ্যে উপজেলা আওয়ামী লীগ বিদ্রোহীদের মনোনয়নপত্র প্রত্যাহার করাতে না পারলে চার ইউনিয়নে নৌকার জয় অনেকটাই কঠিন হয়ে যাবে।

তবে বিদ্রোহীদের সঙ্গে কথা হলে তাঁরা জানান, তাঁরা কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না। তাঁদের সঙ্গে ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মী এবং সাধারণ মানুষ আছেন বলে দাবি বিদ্রোহীদের।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসানুল হক চৌধুরী টুটুল বলেন, ‘দল যাঁদের মনোনয়ন দিয়েছে, সব নেতা-কর্মীকে এক হয়ে তাঁদের জন্য নৌকার পক্ষে কাজ করতে হবে। এর বাইরে যাওয়ার কারও সুযোগ নেই। কেউ নৌকার বিপক্ষে নির্বাচন করলে দল তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত