Ajker Patrika

মহাসড়কে শুকানো হচ্ছে ধান , দুর্ঘটনার আশঙ্কা

এম মেহেদী হাসিন, রংপুর
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১২: ৫১
মহাসড়কে শুকানো হচ্ছে ধান , দুর্ঘটনার আশঙ্কা

রংপুর-দিনাজপুর হাইওয়ে সড়কে সেদ্ধ আমন ধান শুকানো হচ্ছে। এতে সড়কটি সংকুচিত হয়ে পড়েছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন যানবাহনের চালক ও সচেতন ব্যক্তিরা।

গত শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, নগরীর ব্যস্ততম এলাকা মডার্ন ট্রাফিক পুলিশ বক্সের পাশে মহাসড়কের অর্ধেক অংশজুড়ে চার-পাঁচজন কৃষক-কৃষাণী ধান শুকাচ্ছেন। আর এই ধান শুকানোর কাজে সহযোগিতা করছে শিশুরা।

ধান শুকানো কৃষকদের একজন নজরুল ইসলাম জানান, ধান শুকানোর জন্য তাঁদের অন্য কোনো জায়গা নেই। উপায় না পেয়ে মহাসড়কেই দান শুকানোর জন্য এনেছেন।

আরেক কৃষক ওমর ফারুক বলেন, ‘কি করমো কন? অল্প এনা ধান আবাদ করি। সেকনা শুকপার জাগা নাই। আস্তাত (রাস্তা) ধান না শুকাইলে আর আবাদ করায় হবা নায়।’

ঢাকা থেকে আসা দূরপাল্লার বাসচালক রফিক মিয়া বলেন, ‘এইভাবে ধান শুকানোর জন্য আমাদের অনেক রিস্ক হয়ে যায়। আমরা ঠিক জায়গা মতো ব্রেক করতে পারি না। অন্য গাড়িগুলোরে ঠিকমতো সাইড দিতে পারি না। এতে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়।’

ওই সড়কে যাতায়াতকারী ট্রাকচালক আজম আলী বলেন, ‘সড়কের অর্ধেক অংশজুড়ে ধান শুকাতে দেওয়া হচ্ছে। ধান নেড়ে দেওয়ার সময় অনেকে গাড়ির সামনে এসে যায়। হর্ন দিলেও শোনে না। নিষেধ করলে মানে না, উল্টাপাল্টা কথা বলে। এভাবে চলতে থাকলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।’

ইজিবাইক চালক তোজাম আলি আজকের পত্রিকাকে বলেন, ‘বড় গাড়িগুলোকে সাইড দিতে গিয়ে আমাদের হিমশিম খেতে হয়। ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।’

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, ‘রংপুর নগরীর প্রবেশ ও বহির্গমন পথ হিসেবে পরিচিত মডার্ন মোড় একটি ব্যস্ততম সড়ক। ওই সড়ক দিয়ে প্রতিদিন দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, রংপুর জেলার মানুষ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করেন। এমন একটি ব্যস্ত মহাসড়কে ধান শুকানোটা ঝুঁকিপূর্ণ।’

ট্রাফিক সার্জেন্ট বদিউল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘এটা আসলে ঠিক না। তবে আমরা বিষয়টা দেখছি। কৃষকদের এভাবে ঝুঁকি নিয়ে ধান শুকনোর কাজ না করার বিষয়ে সচেতন করা হবে।’

তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখতারুজ্জামান প্রধান বলেন, ‘বিষয়টি আমার নজরে আসেনি। তবে জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়কে ধান শুকানো ঠিক নয়। খোঁজ নিয়ে দেখব। এমনটি ঘটলে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত