পীরগঞ্জ প্রতিনিধি
‘বছর বছর আবাদোদ কতই ক্ষতি করি! ধান, গম, ভুট্টা আবাদ করি তো পোষায় না। খালি খরচ আর খরচ। আবাদের খরচ তোলা যায় না। তাই এবারকা আলার (তামাক) আবাদ করচো। অফিসের স্যারেরা কচে এই আবাদে অনেক লাভ হবি। সেই জন্যে আলার বীজ নিয়ে আসি আবাদ করোচো।’
পরিবেশ ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তামাক চাষের পক্ষে যুক্তি দেখিয়ে কথাগুলো বলছিলেন পীরগঞ্জের মিলনপুর গ্রামের প্রান্তিক চাষি আবদুর রাজ্জাক মিয়া। তিনি পাশের কিশোরগাড়ী গ্রামে অন্যের জমি বর্গা নিয়ে তামাক চাষ করেছেন।
রাজ্জাক কিশোরগাড়ীতে ৫৫ শতক আয়তনের একটি উঁচু জমি বর্গা নিয়ে প্রতি বছরই বিভিন্ন ফসল আবাদ করে আসছেন। কিন্তু জমিতে ফলন ভালো হলেও উৎপাদন খরচের পর পোষাচ্ছিল না। তাই এবার তামাক চাষ করেছেন। উপজেলার মধ্যে একমাত্র তামাকের খেত এটি।
রাজ্জাক জানান, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বিটিসি এলাকায় তামাক কোম্পানির কার্যালয় রয়েছে। সেখানে যোগাযোগ করলে তামাক চাষের লাভের ব্যাপারে বললে উৎসাহ পান রাজ্জাক। পরবর্তীতে তাঁকে তামাকের বীজ দেওয়া হয়। বীজতলায় চারা গজানোর পরে তা ৫৫ শতক জমিতে রোপণ করেন।
এই প্রান্তিক কৃষক আরও বলেন, কলা ও আলুসহ অন্যান্য ফসল চাষে উৎপাদন খরচ অনেক বেশি। আবার সার ও গোবরও অনেক দিতে হয়। কিন্তু তামাকের জমি তৈরিতে গোবর ও সার তেমন লাগে না। যেভাবে তামাকের চারা বেড়ে উঠছে, তাতে তিনি সন্তুষ্ট।
রাজ্জাকের তথ্য অনুযায়ী, প্রতি ৩৩ শতকে প্রায় ১৫ মণ তামাক উৎপাদন হবে বলে কোম্পানির লোকজন জানিয়েছেন। সে হিসেবে তাঁর জমিতে প্রায় ২৫ মণ তামাক উৎপাদন হবে। আর প্রতি মণ ৩ হাজার টাকা দরে ২৫ মণ তামাক ৭৫ হাজার টাকায় বিক্রি হতে পারে। অপরদিকে আবাদে সব মিলিয়ে খরচ হবে ৩০ থেকে ৩৫ হাজার টাকা। এটা বাদ দিয়ে ৩০ থেকে ৩৫ হাজার টাকা লাভ হবে। কিন্তু ধান, গম, আলুতে এমন মুনাফা হবে না বলে তিনি জানান।
রাজ্জাক বলেন, ‘আলার আবাদ এখন পীরগঞ্জে নাই। তারপরও ক্ষতি পোষাতে মুই এই আবাদ করচো। যদি লাভ হয়, আগামী ফির আলা আবাদ করিম।’
এ বিষয়ে যোগাযোগ করা হলে উপজেলা কৃষি কর্মকর্তা সাদেকুজ্জামান সরকার বলেন, ‘পীরগঞ্জ উপজেলায় তামাক চাষের তথ্য শূন্য। তারপরও বিচ্ছিন্নভাবে একজন চাষি তামাক চাষ করেছেন বলে শুনেছি। আমরা ওই চাষিকে তামাক চাষের ব্যাপারে নিরুৎসাহিত করব। পাশাপাশি বাণিজ্যিকভাবে লাভবান হওয়া যায় এমন ফসল চাষে উৎসাহ দিয়ে কৃষি খাতে সরকারের দেওয়া প্রণোদনাও দেওয়া হবে।’
‘বছর বছর আবাদোদ কতই ক্ষতি করি! ধান, গম, ভুট্টা আবাদ করি তো পোষায় না। খালি খরচ আর খরচ। আবাদের খরচ তোলা যায় না। তাই এবারকা আলার (তামাক) আবাদ করচো। অফিসের স্যারেরা কচে এই আবাদে অনেক লাভ হবি। সেই জন্যে আলার বীজ নিয়ে আসি আবাদ করোচো।’
পরিবেশ ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তামাক চাষের পক্ষে যুক্তি দেখিয়ে কথাগুলো বলছিলেন পীরগঞ্জের মিলনপুর গ্রামের প্রান্তিক চাষি আবদুর রাজ্জাক মিয়া। তিনি পাশের কিশোরগাড়ী গ্রামে অন্যের জমি বর্গা নিয়ে তামাক চাষ করেছেন।
রাজ্জাক কিশোরগাড়ীতে ৫৫ শতক আয়তনের একটি উঁচু জমি বর্গা নিয়ে প্রতি বছরই বিভিন্ন ফসল আবাদ করে আসছেন। কিন্তু জমিতে ফলন ভালো হলেও উৎপাদন খরচের পর পোষাচ্ছিল না। তাই এবার তামাক চাষ করেছেন। উপজেলার মধ্যে একমাত্র তামাকের খেত এটি।
রাজ্জাক জানান, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বিটিসি এলাকায় তামাক কোম্পানির কার্যালয় রয়েছে। সেখানে যোগাযোগ করলে তামাক চাষের লাভের ব্যাপারে বললে উৎসাহ পান রাজ্জাক। পরবর্তীতে তাঁকে তামাকের বীজ দেওয়া হয়। বীজতলায় চারা গজানোর পরে তা ৫৫ শতক জমিতে রোপণ করেন।
এই প্রান্তিক কৃষক আরও বলেন, কলা ও আলুসহ অন্যান্য ফসল চাষে উৎপাদন খরচ অনেক বেশি। আবার সার ও গোবরও অনেক দিতে হয়। কিন্তু তামাকের জমি তৈরিতে গোবর ও সার তেমন লাগে না। যেভাবে তামাকের চারা বেড়ে উঠছে, তাতে তিনি সন্তুষ্ট।
রাজ্জাকের তথ্য অনুযায়ী, প্রতি ৩৩ শতকে প্রায় ১৫ মণ তামাক উৎপাদন হবে বলে কোম্পানির লোকজন জানিয়েছেন। সে হিসেবে তাঁর জমিতে প্রায় ২৫ মণ তামাক উৎপাদন হবে। আর প্রতি মণ ৩ হাজার টাকা দরে ২৫ মণ তামাক ৭৫ হাজার টাকায় বিক্রি হতে পারে। অপরদিকে আবাদে সব মিলিয়ে খরচ হবে ৩০ থেকে ৩৫ হাজার টাকা। এটা বাদ দিয়ে ৩০ থেকে ৩৫ হাজার টাকা লাভ হবে। কিন্তু ধান, গম, আলুতে এমন মুনাফা হবে না বলে তিনি জানান।
রাজ্জাক বলেন, ‘আলার আবাদ এখন পীরগঞ্জে নাই। তারপরও ক্ষতি পোষাতে মুই এই আবাদ করচো। যদি লাভ হয়, আগামী ফির আলা আবাদ করিম।’
এ বিষয়ে যোগাযোগ করা হলে উপজেলা কৃষি কর্মকর্তা সাদেকুজ্জামান সরকার বলেন, ‘পীরগঞ্জ উপজেলায় তামাক চাষের তথ্য শূন্য। তারপরও বিচ্ছিন্নভাবে একজন চাষি তামাক চাষ করেছেন বলে শুনেছি। আমরা ওই চাষিকে তামাক চাষের ব্যাপারে নিরুৎসাহিত করব। পাশাপাশি বাণিজ্যিকভাবে লাভবান হওয়া যায় এমন ফসল চাষে উৎসাহ দিয়ে কৃষি খাতে সরকারের দেওয়া প্রণোদনাও দেওয়া হবে।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪