Ajker Patrika

‘সোনার বাংলা গড়তে সন্তানকে আলোকিত করতে হবে’

মিঠাপুকুর প্রতিনিধি
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১২: ৫৯
‘সোনার বাংলা গড়তে সন্তানকে আলোকিত করতে হবে’

সাংসদ এইচ এন আশিকুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠন করতে হলে শিক্ষা-দীক্ষা, মেধা-মননে সন্তানদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

গতকাল রোববার উপজেলা পরিষদ চত্বরে শিক্ষাপ্রতিষ্ঠানে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ এ কথা বলেন। কিশোর ভুবন পাবলিশার্স ও উপজেলা প্রশাসন অনুষ্ঠানটির আয়োজন করে।

আশিকুর রহমান বলেন, অবকাঠামোগত উন্নয়ন প্রকৃত উন্নয়ন নয়। সন্তানদের সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলাই হলো প্রকৃত উন্নয়ন। তিনি এই মহৎ কাজে মানুষ গড়ার কারিগর শিক্ষকদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রেড ক্রিসেন্ট সোসাইটি রংপুর ইউনিটের সহসভাপতি রেহানা আশিকুর রহমান বলেন, শিশু-কিশোরদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। কারণ মেধার বিকাশ ঘটাতে বইয়ের কোনো বিকল্প নেই।

প্রধান বক্তা আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য সাংসদপুত্র রাশেক রহমান জানান, তাঁর মা প্রতি মাসে লোকসান দিয়ে শিশুতোষ বই প্রকাশ করে শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন পাঠাগারে সরবরাহ করছেন। কারণ শিশু কিশোররা যাতে এসব বই পড়ে শিখতে ও জানতে পারে। বই বিতরণ ও পড়ার অভিযাত্রায় মিঠাপুকুর উপজেলার শিক্ষকদের অংশ নিতে হবে বলে তিনি মন্তব্য করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত