হানিফ সংকেতের ‘আলোকিত অন্ধকার’
প্রতি ঈদে একটি নাটক নির্মাণ করেন হানিফ সংকেত। তাঁর নাটকের নামে যেমন ভিন্নতা থাকে, গল্পেও থাকে আলাদা স্বাদ ও বৈচিত্র্য। পাশাপাশি থাকে সামাজিক বক্তব্য। হানিফ সংকেতের এবারের নাটকের নাম ‘আলোকিত অন্ধকার’। অভিনয় করেছেন আবুল হায়াত, ডলি জহুর, মীর সাব্বির, তারিন জাহান, সুভাশিষ ভৌমিক, সাবেরী আলম, নূরে কাঞ্চন,