বিনোদন প্রতিবেদক, ঢাকা
ভিন্ন ভিন্ন বয়সের ভালোবাসা বা প্রেমের সম্পর্কগুলো হয় ভিন্ন ভিন্ন। কোনো বয়সের সম্পর্কের পেছনে থাকে কেবলই আবেগ, তো অন্য বয়সে সেটা চরম বাস্তবতার সমান্তরাল। আবার কোনো সম্পর্ক সুখে ভাসায় তো কোনো সম্পর্ক কেবলই কাঁদায়। এমনি পাঁচ বয়সের পাঁচটা সম্পর্কের গল্প নিয়ে পরিচালক মাবরুর রশীদ বান্নাহ বানিয়েছেন ঈদের নাটক ‘ভেজা চোখের গল্প’। পাঁচ জোড়া মানুষের ভিন্ন ভিন্ন পাঁচটি গল্প হলেও প্রতিটি গল্প একটি আরেকটির সঙ্গে জড়িত। নাটকটির চিত্রনাট্য রচনা করেছেন মোসাব্বের হোসেন মুয়িদ, গল্প রচনায় মাবরুর রশীদ বান্নাহ।
নাটকের পাঁচটি গল্পের জুটি হিসেবে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু ও মোমেনা চৌধুরী, গোলাম কিবরিয়া তানভীর ও নামিরা, জোনায়েদ ও মাহিমা, রিজওয়ান ও মিম এবং শামীম রহমান ও অনামিকা।
নাটকটি নিয়ে নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ বলেন, ‘ভিন্ন বয়সের মানুষের আলাদা আলাদা পাঁচটি গল্পকে এক সুতোয় বাঁধার চেষ্টা করেছি এই নাটকে। মানুষের প্রতিটি সম্পর্কের পেছনে যেমন থাকে সুখের গল্প, তেমনি লুকিয়ে থাকে সূক্ষ্ম এক বেদনার সুর। যেই সুরে কখনো কখনো ভিজে ওঠে চোখ। নাটকের গল্পগুলো দর্শকদের আবেগকে নাড়া দেবে বলে আমার বিশ্বাস।’
অভিনেত্রী মোমেনা চৌধুরী বলেন, ‘অনেক দিন পর দারুণ একটা কাজ করলাম। পরিচালক হিসেবে মাবরুর রশীদ বান্নাহ চমৎকার। তাঁর ভাবনা, নির্দেশনা সব সময়ই ভিন্নতার স্বাদ দেয়। তার ওপর সহযোদ্ধা যদি বাবু ভাই (ফজলুর রহমান বাবু) হন তাহলে কাজটা আসলেই ভালো হয়।’
ভেজা চোখের গল্প নাটকটি এবার রোজার ঈদে ক্লাব ইলেভেনের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।
ভিন্ন ভিন্ন বয়সের ভালোবাসা বা প্রেমের সম্পর্কগুলো হয় ভিন্ন ভিন্ন। কোনো বয়সের সম্পর্কের পেছনে থাকে কেবলই আবেগ, তো অন্য বয়সে সেটা চরম বাস্তবতার সমান্তরাল। আবার কোনো সম্পর্ক সুখে ভাসায় তো কোনো সম্পর্ক কেবলই কাঁদায়। এমনি পাঁচ বয়সের পাঁচটা সম্পর্কের গল্প নিয়ে পরিচালক মাবরুর রশীদ বান্নাহ বানিয়েছেন ঈদের নাটক ‘ভেজা চোখের গল্প’। পাঁচ জোড়া মানুষের ভিন্ন ভিন্ন পাঁচটি গল্প হলেও প্রতিটি গল্প একটি আরেকটির সঙ্গে জড়িত। নাটকটির চিত্রনাট্য রচনা করেছেন মোসাব্বের হোসেন মুয়িদ, গল্প রচনায় মাবরুর রশীদ বান্নাহ।
নাটকের পাঁচটি গল্পের জুটি হিসেবে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু ও মোমেনা চৌধুরী, গোলাম কিবরিয়া তানভীর ও নামিরা, জোনায়েদ ও মাহিমা, রিজওয়ান ও মিম এবং শামীম রহমান ও অনামিকা।
নাটকটি নিয়ে নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ বলেন, ‘ভিন্ন বয়সের মানুষের আলাদা আলাদা পাঁচটি গল্পকে এক সুতোয় বাঁধার চেষ্টা করেছি এই নাটকে। মানুষের প্রতিটি সম্পর্কের পেছনে যেমন থাকে সুখের গল্প, তেমনি লুকিয়ে থাকে সূক্ষ্ম এক বেদনার সুর। যেই সুরে কখনো কখনো ভিজে ওঠে চোখ। নাটকের গল্পগুলো দর্শকদের আবেগকে নাড়া দেবে বলে আমার বিশ্বাস।’
অভিনেত্রী মোমেনা চৌধুরী বলেন, ‘অনেক দিন পর দারুণ একটা কাজ করলাম। পরিচালক হিসেবে মাবরুর রশীদ বান্নাহ চমৎকার। তাঁর ভাবনা, নির্দেশনা সব সময়ই ভিন্নতার স্বাদ দেয়। তার ওপর সহযোদ্ধা যদি বাবু ভাই (ফজলুর রহমান বাবু) হন তাহলে কাজটা আসলেই ভালো হয়।’
ভেজা চোখের গল্প নাটকটি এবার রোজার ঈদে ক্লাব ইলেভেনের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।
গত শুক্রবার রাতে গুলশানের একটি পাঁচতারকা হোটেলে গান গাওয়ার সময় মঞ্চেই অসুস্থ হয়ে পড়েন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। এখন তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন বলে জানিয়েছেন তাঁর মেয়ে বাঁধন।
৭ ঘণ্টা আগেসিনেমা অনবদ্য অভিনয়, নির্মাণ, প্রযোজনার পাশাপাশি ব্যক্তিগত জীবন ও সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে অন্যরকম জনপ্রিয়তা রয়েছে মিস্টার পারফেকশনিস্ট খ্যাত বলিউড তারকা আমীর খান। প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে এখনো বন্ধুত্বপূর্ণ ও শ্রদ্ধাশীল সম্পর্ক রয়েছে তাঁর। সম্প্রতি তাঁর মায়ের জন্মদিনে অন্য স্বজন...
১১ ঘণ্টা আগেআজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। নতুন বইয়ের গন্ধে বইপ্রেমীরা মেতে উঠবে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে। প্রতিবছরই মেলায় খ্যাতিমান লেখকদের বই যেমন প্রকাশিত হয়, তেমনি তরুণ লেখকদের বইও আসে। পাশাপাশি শোবিজ তারকারাও উপহার দেন তাঁদের লেখা বই। সেই ধারাবাহিকতায় এ বছরও আসছে বেশ কজন তারকার নতুন..
১২ ঘণ্টা আগেঅভিনেতা হিসেবে তিনি যে দুর্দান্ত, তা বলা বাহুল্য। বলিউডে দুই যুগের বেশি সময় ধরে রাজত্ব করছেন তিনি। সেই বোমান ইরানি এবার দাঁড়ালেন ক্যামেরার পেছনে। প্রথমবারের মতো হাজির হলেন পরিচালক হিসেবে। বানিয়েছেন ‘দ্য মেহতা বয়েজ’। ৭ ফেব্রুয়ারি আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে সিনেমাটি। সম্প্রতি প্রকাশ পেয়েছে...
১২ ঘণ্টা আগে