ভিন্ন ভিন্ন বয়সের ভালোবাসা বা প্রেমের সম্পর্কগুলো হয় ভিন্ন ভিন্ন। কোনো বয়সের সম্পর্কের পেছনে থাকে কেবলই আবেগ, তো অন্য বয়সে সেটা চরম বাস্তবতার সমান্তরাল। আবার কোনো সম্পর্ক সুখে ভাসায় তো কোনো সম্পর্ক কেবলই কাঁদায়। এমনি পাঁচ বয়সের পাঁচটা সম্পর্কের গল্প নিয়ে পরিচালক মাবরুর রশীদ বান্নাহ বানিয়েছেন ঈদের নাটক ‘ভেজা চোখের গল্প’। পাঁচ জোড়া মানুষের ভিন্ন ভিন্ন পাঁচটি গল্প হলেও প্রতিটি গল্প একটি আরেকটির সঙ্গে জড়িত। নাটকটির চিত্রনাট্য রচনা করেছেন মোসাব্বের হোসেন মুয়িদ, গল্প রচনায় মাবরুর রশীদ বান্নাহ।
নাটকের পাঁচটি গল্পের জুটি হিসেবে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু ও মোমেনা চৌধুরী, গোলাম কিবরিয়া তানভীর ও নামিরা, জোনায়েদ ও মাহিমা, রিজওয়ান ও মিম এবং শামীম রহমান ও অনামিকা।
নাটকটি নিয়ে নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ বলেন, ‘ভিন্ন বয়সের মানুষের আলাদা আলাদা পাঁচটি গল্পকে এক সুতোয় বাঁধার চেষ্টা করেছি এই নাটকে। মানুষের প্রতিটি সম্পর্কের পেছনে যেমন থাকে সুখের গল্প, তেমনি লুকিয়ে থাকে সূক্ষ্ম এক বেদনার সুর। যেই সুরে কখনো কখনো ভিজে ওঠে চোখ। নাটকের গল্পগুলো দর্শকদের আবেগকে নাড়া দেবে বলে আমার বিশ্বাস।’
অভিনেত্রী মোমেনা চৌধুরী বলেন, ‘অনেক দিন পর দারুণ একটা কাজ করলাম। পরিচালক হিসেবে মাবরুর রশীদ বান্নাহ চমৎকার। তাঁর ভাবনা, নির্দেশনা সব সময়ই ভিন্নতার স্বাদ দেয়। তার ওপর সহযোদ্ধা যদি বাবু ভাই (ফজলুর রহমান বাবু) হন তাহলে কাজটা আসলেই ভালো হয়।’
ভেজা চোখের গল্প নাটকটি এবার রোজার ঈদে ক্লাব ইলেভেনের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।
ভিন্ন ভিন্ন বয়সের ভালোবাসা বা প্রেমের সম্পর্কগুলো হয় ভিন্ন ভিন্ন। কোনো বয়সের সম্পর্কের পেছনে থাকে কেবলই আবেগ, তো অন্য বয়সে সেটা চরম বাস্তবতার সমান্তরাল। আবার কোনো সম্পর্ক সুখে ভাসায় তো কোনো সম্পর্ক কেবলই কাঁদায়। এমনি পাঁচ বয়সের পাঁচটা সম্পর্কের গল্প নিয়ে পরিচালক মাবরুর রশীদ বান্নাহ বানিয়েছেন ঈদের নাটক ‘ভেজা চোখের গল্প’। পাঁচ জোড়া মানুষের ভিন্ন ভিন্ন পাঁচটি গল্প হলেও প্রতিটি গল্প একটি আরেকটির সঙ্গে জড়িত। নাটকটির চিত্রনাট্য রচনা করেছেন মোসাব্বের হোসেন মুয়িদ, গল্প রচনায় মাবরুর রশীদ বান্নাহ।
নাটকের পাঁচটি গল্পের জুটি হিসেবে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু ও মোমেনা চৌধুরী, গোলাম কিবরিয়া তানভীর ও নামিরা, জোনায়েদ ও মাহিমা, রিজওয়ান ও মিম এবং শামীম রহমান ও অনামিকা।
নাটকটি নিয়ে নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ বলেন, ‘ভিন্ন বয়সের মানুষের আলাদা আলাদা পাঁচটি গল্পকে এক সুতোয় বাঁধার চেষ্টা করেছি এই নাটকে। মানুষের প্রতিটি সম্পর্কের পেছনে যেমন থাকে সুখের গল্প, তেমনি লুকিয়ে থাকে সূক্ষ্ম এক বেদনার সুর। যেই সুরে কখনো কখনো ভিজে ওঠে চোখ। নাটকের গল্পগুলো দর্শকদের আবেগকে নাড়া দেবে বলে আমার বিশ্বাস।’
অভিনেত্রী মোমেনা চৌধুরী বলেন, ‘অনেক দিন পর দারুণ একটা কাজ করলাম। পরিচালক হিসেবে মাবরুর রশীদ বান্নাহ চমৎকার। তাঁর ভাবনা, নির্দেশনা সব সময়ই ভিন্নতার স্বাদ দেয়। তার ওপর সহযোদ্ধা যদি বাবু ভাই (ফজলুর রহমান বাবু) হন তাহলে কাজটা আসলেই ভালো হয়।’
ভেজা চোখের গল্প নাটকটি এবার রোজার ঈদে ক্লাব ইলেভেনের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।
মা-বাবার কবরে চিরনিদ্রায় শায়িত হলেন শিল্পী মুস্তাফা জামান আব্বাসী। আজ শনিবার রাজধানীর আজিমপুর কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। তাঁর ছোট মেয়ে শারমীনি আব্বাসী বিষয়টি নিশ্চিত করেছেন।
৩১ মিনিট আগেমুস্তাফা জামান আব্বাসী উপমহাদেশের বিখ্যাত সংগীত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা আব্বাসউদ্দীন আহমদ ছিলেন বাংলা পল্লিগীতির কিংবদন্তি শিল্পী, যিনি এই ধারার সংগীতকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করে তুলেছিলেন। তাঁর চাচা আব্দুল করিম ছিলেন ভাওয়াইয়া ও ভাটিয়ালি ধারার জনপ্রিয় শিল্পী। বড় ভাই মোস্তফা কামাল...
৯ ঘণ্টা আগেগত রোজার ঈদে ‘চক্কর’ সিনেমায় পুলিশের গোয়েন্দা কর্মকর্তা মঈনুল চরিত্রে হত্যা রহস্য উন্মোচন করতে দেখা গেছে মোশাররফ করিমকে। আবারও তিনি আসছেন রহস্য উদ্ঘাটন করতে। ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গর দর্শকদের জন্য তৈরি হলো মোশাররফ করিম অভিনীত ওয়েব ফিল্ম ‘মির্জা’। এতেও তিনি থাকছেন গোয়েন্দা চরিত্রে; তবে প্রাইভেট গোয়েন
১০ ঘণ্টা আগেআগামীকাল ১১ মে, বুদ্ধপূর্ণিমা। এ উপলক্ষে ঢাকাসহ ৬টি জেলায় একযোগে সাংস্কৃতিক উৎসব আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আজ সন্ধ্যা ৭টায় ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়িতে অনুষ্ঠিত হবে এই আয়োজন।
১০ ঘণ্টা আগে