Ajker Patrika

অভির কথা ও সুরে ইউসুফ-লাবণ্য

অভির কথা ও সুরে ইউসুফ-লাবণ্য

চার বছর আগে ‘চাই না হৃদয় ভেঙে যাক’ শিরোনামের একটি গান লিখেছিলেন অভি মঈনুদ্দীন। গানটির সুরও করেছিলেন তিনি। ইচ্ছা ছিল গানটি নিজেই গাইবেন। কিন্তু শেষ পর্যন্ত আর গাওয়া হলো না সেই গান। এবার অভির লেখা ও সুর করা চাই না হৃদয় ভেঙে যাক শিরোনামের গানটি গাইলেন সংগীতশিল্পী ইউসুফ আহমেদ খান ও ইয়াসমিন লাবণ্য। ১ এপ্রিল রাজধানীর মিরপুরে ইউসুফের নিজস্ব স্টুডিও আহ্লাদ-এ গানটির রেকর্ডিং হয়।

এ প্রসঙ্গে ইউসুফ আহমেদ খান বলেন, ‘কিছু গান জীবনের সঙ্গে খুব মিলে যায়। আমার কাছে এ গানটি ঠিক তেমন। গানের কথাগুলো আমার জীবনের সঙ্গে যেকোনোভাবেই খুব মিলে গেছে। আমি এর আগে অভি ভাইয়ের “আমি চাই তোমাকে” গানটি গেয়ে ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। নতুন গানটিও আমার ভেতরটা ভীষণ নাড়া দিয়েছে। এই গান শ্রোতাদের খুব ভালো লাগবে।’

গানটির সংগীত পরিচালনা করেছেন ইউসুফ, সংগীতায়োজনে সাউ-হ্যাকার। নতুন গানে কণ্ঠ দেওয়ার পর ইয়াসমিন লাবণ্য বলেন, ‘সম্ভবত আমার সংগীত জীবনের অন্যতম একটি গান হয়ে থাকবে এটি। গানের কথা ও সুর হৃদয় ছুঁয়ে যায়। না শুনলে এটা বলে বোঝানো যাবে না। আমার ধারণা, শ্রোতাদের খুব ভালো লাগবে আমাদের নতুন গানটি। এত সুন্দর একটি গান গাওয়ার সুযোগ করে দেওয়ায় অভি ভাইকে ধন্যবাদ।’

অভি জানিয়েছেন, আগামী ঈদে ‘ওয়াই বিটস’ নামের ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে গানটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত