Ajker Patrika

রাজনীতি নিয়ে সুমিতের সিনেমা ‘মাস্টার’

আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ১০: ৪০
রাজনীতি নিয়ে সুমিতের সিনেমা ‘মাস্টার’

‘নোনা জলের কাব্য’ বানিয়ে দেশে-বিদেশে সমাদৃত হওয়ার পাশাপাশি জাতীয় পুরস্কার পেয়েছেন রেজওয়ান শাহরিয়ার সুমিত। এবার তিনি বানাচ্ছেন রাজনৈতিক প্রেক্ষাপটের সিনেমা ‘মাস্টার’। টাঙ্গাইলের মধুপুরে শুটিং শেষ করে নতুন সিনেমার খবর জানালেন সুমিত। বুধবার ফেসবুকে সুমিত লেখেন, ‘গতকাল আমার নতুন সিনেমা মাস্টারের শুটিং শেষ করলাম। রাজনৈতিক প্রেক্ষাপটে নির্মিত সিনেমাটির জন্য প্রয়োজন ছিল বিশাল ক্যানভাস। এটা খুব চ্যালেঞ্জিং। মধুপুর এবং ধনবাড়ীর মানুষের নিরলস শ্রম, অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসা ছাড়া এই ছবির নির্মাণ কোনোভাবেই সম্ভব হতো না।’

টানা দেড় মাস মধুপুর এবং ধনবাড়ীর বিভিন্ন লোকেশনে হয়েছে সিনেমার শুটিং। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, নাসির উদ্দিন খান, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, শরিফ সিরাজ, তাসনোভা তামান্না, আমিনুর রহমান মুকুল, মাহমুদ আলম প্রমুখ।

অভিনয়শিল্পীদের নাম জানালেও তাঁদের চরিত্র সম্পর্কে ধারণা দেননি নির্মাতা। এখনই এ বিষয়ে বিস্তারিত জানাতে চান না​ তিনি। তবে আজমেরী হক বাঁধন জানালেন, তিনি অভিনয় করছেন উপজেলা নির্বাহী অফিসারের চরিত্রে। আরও জানালেন সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। সিনেমার প্রতিটি চরিত্র গুরুত্বপূর্ণ বলে অভিমত অভিনেত্রীর।

মাস্টার সিনেমা দিয়ে প্রথমবার একসঙ্গে পর্দায় দেখা যাবে দুই বন্ধু বাঁধন ও মমকে। ২০০৬ সালে ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতা দিয়ে শোবিজে পথচলা শুরু দুজনের। তবে, এখন পর্যন্ত একসঙ্গে পর্দায় দেখা যায়নি তাঁদের। যদিও তৌকীর আহমেদের ‘দারুচিনি দ্বীপ’ সিনেমায় অভিনয় করার কথা ছিল বাঁধন ও মমর। পরীক্ষার কারণে শেষ পর্যন্ত অভিনয় করা হয়নি বাঁধনের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত