এবার ঈদেও মানুষের আবেগ ছুঁয়ে গেল স্বপ্ন যাবে বাড়ি আমার
ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই প্রিয়জনের কাছে ফেরা। প্রিয় মানুষটার পথ চেয়ে থাকা, একবুক স্বপ্ন নিয়ে তবেই বাড়ি ফেরা। পথে কত ঝঞ্ঝাট, কত ভিড়ভাট্টা! পথের সব ক্লান্তি নিমেষেই মুখের হাসিতে বদলে যায় যখন বাড়ি ফেরা হয়।