Ajker Patrika

ঈদের সংগীতানুষ্ঠান

ঈদের সংগীতানুষ্ঠান
আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ১০: ১৫
ঈদের সংগীতানুষ্ঠান

ঈদ উপলক্ষে টিভি চ্যানেলগুলো আয়োজন করেছে নানা রকমের সংগীতানুষ্ঠান। এসব অনুষ্ঠানে থাকছে শিল্পীদের  একক, দ্বৈত ও দলীয় পরিবেশনা।

বিটিভি
মিউজিক্যাল এক্সপ্রেস (সন্ধ্যা ৭টা): ঈদের দিন থাকছে চিরকুট ব্যান্ডের একক পরিবেশনা।
ঈদের দ্বিতীয় দিন গান শোনাবে ব্যান্ড অবসকিউর, নকশী কাঁথা, বাউল এক্সপ্রেস ও আর্বোভাইরাস।
তৃতীয় দিন গান শোনাবে জলের গান। উপস্থাপনা করেছেন কাজী মোমরেজ, শান্তা জাহান ও নাহিদ আফরোজ সুমী।

এনটিভি
আমাদের গান (রাত ১২টা): ঈদের দিন গাইবেন হৈমন্তী রক্ষিত দাস, লায়লা, ঝিলিক, সাগর বাউল ও সানজিদা রিমি।
দ্বিতীয় দিন গাইবেন রাজিব, শফি মন্ডল, অনন্যা আচার্য, শারমিন আক্তার, আয়েশা জেবিন দীপা, দীপ্র ও দুর্জয় বড়ুয়া।
তৃতীয় দিন গাইবেন মিলন মাহমুদ, সাদিয়া লিজা, নিশি শ্রাবণী, সানজিদা রিমি, দীপ্র ও দুর্জয় বড়ুয়া। উপস্থাপনায় শান্তা জাহান। 

আরটিভি 
ক্লাব ইয়াং স্টার (ঈদের দিন ও দ্বিতীয় দিন বিকেল ৫টা ৩০ মি): গাইবেন ইয়াং স্টার সিজন ২-এর শিল্পীরা। 

এটিএন বাংলা
তুমি শুধু আমারই থেকো (ঈদের দিন রাত ১০টা ৩০ মি.): গান শোনাবেন ড. মাহফুজুর রহমান। উপস্থাপনা মারিয়া শিমু। 
লেকে পেহেলা পেহেলা পেয়ার (ঈদের দ্বিতীয় দিন রাত ১০টা ৩০ মি.): গান শোনাবেন ড. মাহফুজুর রহমান। উপস্থাপনা অর্পা হাসান।

ইমরান শো—বকুল ও চন্দনে, গানের বন্ধনে (ঈদের তৃতীয় দিন রাত ১০টা ৩০ মি.): পরিচালনা কবির বকুল, উপস্থাপনা ইমরান মাহমুদুল। অংশগ্রহণে চন্দন সিনহা, আতিয়া আনিসা, মুহিম, রাজিব, সাব্বির, সিঁথি সাহা, অয়ন চাকলাদার ও কিশোর।

বৈশাখী টেলিভিশন
গানে গানে ঈদ আনন্দ (বেলা ১১টা): ঈদের দিন গান শোনাবেন খুরশীদ আলম ও অনুপমা মুক্তি।
ঈদের দ্বিতীয় দিন গান শোনাবেন বিন্দু কনা ও তাঁর দল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত