নদীর বুকে সবুজের দোলা
মির্জাপুরের বংশাই নদের বুকে এখন সবুজ ফসলের সমারোহ। শত শত বিঘা জমিতে আলু, গম, করলা, ভুট্টা, সরিষা, পটোল, সিম, পেঁয়াজ, রসুন, কপিসহ বিভিন্ন সবজি চাষ করা হয়েছে। ভালো ফলনে কৃষকের মুখে ফুটেছে হাসি। কৃষি বিভাগের পরামর্শে ভবিষ্যতে নদের বুকে পড়ে থাকা জমিতে আরও বেশি করে সবজিজাতীয় ফসল আবাদ করা হবে বলে জানিয়েছে