Ajker Patrika

বাসাইলে টিসিবির পণ্য পাচ্ছে ৬ হাজার ৮৫১ পরিবার

বাসাইল প্রতিনিধি
আপডেট : ২২ মার্চ ২০২২, ১৭: ১৫
বাসাইলে টিসিবির পণ্য পাচ্ছে ৬ হাজার ৮৫১ পরিবার

বাসাইলে গতকাল সোমবার দ্বিতীয় দিনের মতো কম মূল্যে বিক্রি করা হয়েছে টিসিবির পণ্য। উপজেলার একটি পৌরসভা ও ৬টি ইউনিয়নে তিনজন ডিলারের মাধ্যমে মোট ৬ হাজার ৮৫১ জন কার্ডধারীর মধ্যে পর্যায়ক্রমে চাল, ডাল, চিনি, তেল, পেঁয়াজসহ বেশ কিছু পণ্যসামগ্রী বিক্রি করা হবে।

এর মধ্যে পৌরসভায় ২ হাজার ২৭৭, কাশিল ইউনিয়নে ৬৪৫, কাউলজানীতে ৭৫০, হাবলাতে ১ হাজার ১০০, কাঞ্চনপুরে ৮৫৪, ফুলকিতে ৯০৭ ও সদরে ৩১৮টি কার্ডধারীর মধ্যে তিনজন ডিলার এসব পণ্য বিক্রি করবেন বলে জানা গেছে। পবিত্র রমজানকে সামনে রেখে এ উদ্যোগ নিয়েছে সরকার। পৌর মেয়র, ওয়ার্ড কাউন্সিলর ও ইউপি চেয়ারম্যান, সদস্যদের মাধ্যমে অপেক্ষাকৃত দরিদ্রদের এই কার্ড দেওয়া হয়।

টিসিবির ডিলাররা জানান, রমজানের আগে প্রথম পর্বে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ৪৬০ টাকার প্যাকেজে ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ ২ কেজি চিনি, ৬৫ টাকা দরে ২ কেজি মসুর ডাল ও ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল দেওয়া হচ্ছে। উপজেলার মোট ৬ হাজার ৮৫১ জন কার্ডধারী এসব পণ্য কিনতে পারবেন।

এর আগে রোববার এ কার্যক্রমের অংশ হিসেবে পৌর এলাকায় টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা পারভীন। এ সময় পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পৌরসভার প্যানেল মেয়র বাবুল আহমেদ, কাউন্সিল সাজ্জাদ হোসেন আলাল ও এলাকার উপকারভোগীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৫ আগস্টে আমরা পুলিশ মেরে ঝুলিয়ে রেখেছি—সিগন্যাল দেওয়ায় ট্রাফিক সার্জেন্টকে হুমকি

ছুটিতে গেলেন সেই বিচারক

জাতীয়করণের দাবিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রায় অর্ধশত মাদ্রাসাশিক্ষক আহত

নির্বাচন বানচালের জন্য দেশের ভেতরে–বাইরে অনেক শক্তি কাজ করবে, প্রধান উপদেষ্টার সতর্কতা

‘শত শত কোটি ডলারের’ ক্ষতি: অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিশ্বব্যাংকের সালিস আদালতে এস আলম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ