Ajker Patrika

গায়ে নতুন পোশাক মুখে হাসি তাদের

ঘাটাইল প্রতিনিধি
আপডেট : ২২ মার্চ ২০২২, ১৭: ০৯
গায়ে নতুন পোশাক মুখে হাসি তাদের

সিয়াম, সানজিদা, সেতু, সাব্বির, রিপন, ফাহিম, রিদয় ওরা সবাই ঘাটাইল উপজেলার মাকড়াই আশ্রয়ণ প্রকল্পে বেড়ে ওঠা শিশু। বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সবাই পেয়েছে নতুন জামা। গত রোববার উপজেলা প্রশাসন উপহার হিসেবে তাদের হাতে তুলে দেয় নতুন পোশাক।

নতুন জামা পেয়ে আট বছরের সাব্বির জানায়, তার ঈদের মতো লাগছে। পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সিয়াম জানায়, তার স্কুলড্র্রেসটি পুরোনো হয়ে গেছে। এখন নতুন জামা পরে স্কুলে যেতে পারবে।

শারীরিক প্রতিবন্ধী শামীম দেওয়ানের সঙ্গে ছুটে আসে তাঁর ছেলে হৃদয় দেওয়ান (১০)। বাবা শামীম দেওয়ান হাটবাজারে গান গেয়ে কোনোরকমে সংসার চালান। নতুন জামা প্রসঙ্গে হাসি হাসি মুখে হৃদয় বলে, ‘নতুন কাপড়ের সুন্দর বাসনা (গন্ধ) ভালো লাগে।’

আশ্রয়ণ কেন্দ্রের বাসিন্দা ফজিলা (২৭), বানেছা (৩৪) জানান, তাঁদের ছেলেমেয়েরাও নতুন জামা পেয়েছে। তাঁরা বলেন, ‘আমরা ঈদ ছাড়া ছেলে মেয়েদের নতুন জামা দিতে পারি না। স্যাররা আমাদের পোলাপানরে ঈদের আনন্দ দিছে।’

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইয়াসমিন আজকের পত্রিকাকে বলেন, উপজেলার বিভিন্ন আশ্রয়ণ কেন্দ্রের ১৭৬টি পরিবারের সব শিশুকে নতুন জামা দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিয়া চৌধুরী বলেন, ‘শিশুদের মুখে হাসি দেখে আমারও অনেক ভালো লাগছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত