Ajker Patrika

পুলিশে যাওয়া হলো না রাহাতের

টাঙ্গাইল ও কালিহাতী প্রতিনিধি
আপডেট : ২৪ মার্চ ২০২২, ১৪: ০১
পুলিশে যাওয়া হলো না রাহাতের

মেধাবী ছাত্র। স্বপ্ন ছিল পুলিশের বড় কর্মকর্তা হওয়ার। তবে মাত্র ১২ বছর বয়সেই নিভে গেল জীবনের আলো। অপূর্ণ থেকে গেল স্বপ্ন।

স্বপ্নটি ছিল কালিহাতী উপজেলার কোকডহড়া ইউনিয়নের আগবানিয়ারা গ্রামের স্কুলছাত্র রাহাত তালুকদারের। গতকাল বুধবার সকাল ৯টায় বাড়ির অদূরে কাগুজীপাড়া-কালিহাতী ভায়া কোকডহড়া সড়কের পাশের তালেবের বাড়ির পুকুর থেকে কালিহাতী থানা-পুলিশ রাহাত তালুকদারের গলাকাটা লাশ উদ্ধার করে।

নিহত রাহাত মুদিদোকানি শাহাদাত তালুকদারের বড় ছেলে ও বল্লা করনেশন উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিলেন।

কাগুজীপাড়ার ডিজিটাল প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক অরুণ কুমার সূত্রধর আজকের পত্রিকাকে বলেন, ‘রাহাত তালুকদার প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত আমাদের স্কুলে পড়াশোনা করেছে। প্রতিটি শ্রেণিতে ওর রোল থাকত এক বা দুই। সব সময় চুল কাটত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মতো করে। বড় হয়ে পুলিশ কর্মকর্তা হয়ে দেশ ও জাতির সেবা করা জীবনের লক্ষ্য ছিল ওর।’

নিহতের মা আমিনা বেগম বলেন, ‘রাহাতের স্বপ্ন ছিল লেখাপড়ায় ভালো ফলাফল অব্যাহত রাখা। বিসিএস করে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা হবে বলে সব সময় বলত। আজ কি না ১২ বছর বয়সেই ওর লাশ পুলিশকে উদ্ধার করতে হলো।’ ফুফু শারমিন আক্তার বলেন, ‘আমরা এ ঘটনায় জড়িতদের দ্রুত ও সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি করছি।’

সন্ধ্যায় মাগরিব নামাজের পর আগবানিয়ারা মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে কাগুজীপাড়া সামাজিক কবরস্থানে রাহাত তালুকদারের মরদেহ দাফন করা হয়।

এ ঘটনায় গতকাল বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে এ ঘটনায় নিহত রাহাতের চার বন্ধুকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকে কালিহাতী থানা-পুলিশ।

গতকাল সকালে রাহাতের বাড়িতে গিয়ে দেখা যায়, শত শত নারী-পুরুষের ভিড়। বারবার মূর্ছা যাচ্ছেন মা আমিনা, বাবা শাহাদত, দাদি ছালেহা ও স্বজনেরা। এ ঘটনায় এলাকায় স্থানীয়দের মধ্যে শোক ও বিচারের দাবিতে ক্ষোভ বিরাজ করছে। তবে এ ঘটনার পেছনের নিশ্চিত করে কোনো কারণ এখনো জানা যায়নি।

নিহতের বাবা শাহাদাত তালুকদার বলেন, ‘গত রাত সাড়ে ৯টায়ও রাহাত বাড়িতে না আসায় পার্শ্ববর্তী কামান্না গ্রামে বেহুলা গানের আসর ও সারা রাত বিভিন্ন জায়গায় খোঁজ করা হয়। রাত চারটায় বাড়ির অদূরে কাগুজীপাড়া-কালিহাতী ভায়া কোকডহড়া সড়কের পাশের তালেবের বাড়ির পুকুরের পানিতে দুটি হাত ভাসতে দেখে লাশটি উল্টালে পরনের শার্ট দেখে চিনতে পেরে পাড়ে ওঠানো হয়। সকালে কালিহাতী থানা-পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে সকালে লাশটি উদ্ধার করে। কারা যেন তাকে গলা কেটে হত্যা করেছে। আমরা তাড়াতাড়ি রাহাতের খুনিদের ফাঁসি চাই।’

রাহাতের ফুফু শারমিন আক্তার বলেন, ‘সপ্তাহ খানেক আগে তার বন্ধুদের মাঝে কোনো এক কারণে ঝগড়া হয়। সেখানে রাহাত না থাকলেও তার নাম জড়ানো হয়। সেখানকার কোনো এক ছেলে আমার ভাতিজাকে হুমকিও দিয়েছিল। এ নিয়ে রাহাতের মন খারাপ থাকত। গত মঙ্গলবার বিদ্যালয় থেকে ফিরে আসার পর তার মন খারাপ ছিল। বিকেলের দিকে পাশের বাজারে যায়। রাত সাড়ে ৯টা পর্যন্ত বাড়িতে ফিরে না এলে আমরা তাকে খুঁজতে থাকি। পরে এক ডোবায় তার মরদেহ দেখতে পাই।’

এ বিষয়ে জানতে চাইলে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, এ ঘটনায় নিহত রাহাতের চার বন্ধুকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে আসা হয়েছে। তবে তাদের আটক দেখানো হয়নি বলে জানান তিনি।

ওসি আরও বলেন, ‘টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আমরা বিভিন্ন বিষয় মাথায় নিয়ে কাজ করে যাচ্ছি। তদন্ত শেষে এ হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য জানা যাবে। দ্রুত দোষীদের শনাক্ত শেষে আটক করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ওসি জানান, ঘটনাস্থল ও নিহতের বাড়ি পরিদর্শন করেছেন সিআইডি, র‍্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত