Ajker Patrika

কালিহাতীতে আগুনে পুড়ল দুই দোকান

কালিহাতী প্রতিনিধি
আপডেট : ২৭ মার্চ ২০২২, ১২: ৩২
কালিহাতীতে আগুনে পুড়ল দুই দোকান

কালিহাতীতে আগুনে পুড়ে গেছে দুটি ব্যবসা প্রতিষ্ঠান। গতকাল শনিবার দুপুর ২টার দিকে উপজেলার এলেঙ্গা পৌরসভার বল্লা রোডে এ অগ্নিকাণ্ড ঘটে। এতে ওই দুই ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন, এলেঙ্গা পৌরসভার মেয়র নূর এ আলম সিদ্দিকী।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরে হঠাৎ বিকট শব্দে শুনে ফ্রিজ মেকানিক জুয়েলের দোকানের সামনে আসলে আগুন দেখতে পান তাঁরা। মুহূর্তের মধ্যে আগুন পাশের শিশিরের ফার্নিচার দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে এলেঙ্গা, কালিহাতী ও টাঙ্গাইল ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তাঁরা। কিন্তু এর আগেই দুটি দোকানের অধিকাংশ মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

এ বিষয়ে এলেঙ্গা ফায়ার সার্ভিসের টিম লিডার মোস্তাফিজুর রহমান জানান, আগুনের সূত্রপাত ফ্রিজের কমপ্রেসর থেকে হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত