Ajker Patrika

মির্জাপুরে বিএনপির ‘পকেট কমিটি’ বাতিল চেয়ে বিক্ষোভ

মির্জাপুর প্রতিনিধি
আপডেট : ২৪ মার্চ ২০২২, ১৪: ০৩
Thumbnail image

মির্জাপুর উপজেলা বিএনপির সদ্য ঘোষিত কমিটিকে ‘পকেট কমিটি’ আখ্যা দিয়ে সেটি বাতিলের দাবিতে জানিয়েছেন সংগঠনটির একাংশের নেতা-কর্মীরা। গতকাল বুধবার সকালে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের একাংশের নেতা-কর্মীদের প্রচারপত্র বিতরণ ও বিক্ষোভ কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়। উপজেলার আজগানা ইউনিয়নের হাঁটুভাঙা বাজার ও বাঁশতৈল ইউনিয়নে এসব কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে নেতৃত্ব দেন বিএনপি নেতা ফিরোজ হায়দার খান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নেতা পুলক, বাদল খান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, জেলা যুবদলের সদস্য সেতু হায়দার খান, শ্রমিক দলের আঞ্চলিক কমিটি নেতা আব্দুর রাজ্জাক সিদ্দিকী, উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহিন সিকদার প্রমুখ।

দুই ইউনিয়নের পৃথক দুটি সমাবেশে বিএনপি নেতা ফিরোজ হায়দার খান তাঁর বক্তব্যে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে সাধারণ মানুষের দুরবস্থার কথা তুলে ধরেন। তিনি বলেন, অবিলম্বে সরকারকে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে আনতে হবে। এ ছাড়া তিনি উপজেলা বিএনপির ঘোষিত আহ্বায়ক কমিটি বাতিলের জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে দাবি জানান।

তিনি বলেন, দলের ত্যাগী নেতাদের বাদ দিয়ে একজন গৃহবধূকে মির্জাপুর উপজেলা বিএনপির আহ্বায়কের মতো গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে। এতে মির্জাপুর বিএনপি ক্ষতিগ্রস্ত হবে। তিনি দলের স্বার্থে ঘোষিত কমিটি বাতিলদের দাবি জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত