‘এখন আমরা যাব কোথায়?’
‘মধ্যবিত্ত মানুষদের ঘরের যখন একটা ইটও ভাঙে তখন কলিজা ভেঙে যায়। কারণ, বহু কষ্ট, ধার-দেনায় বানিয়েছি এই ভবন। তিন পুরুষের ভিটে ছেড়ে এখন কোথায় যাব? কোথায় নেব মাথা গোঁজার ঠাঁই?’ তৃষ্ণা রানী দাশ যখন বিলাপ করছিলেন, তখন ভাঙা শুরু হয়েছে তাঁদের তিন তলা ভবনটির দেয়াল।